1. info@www.crimenews24.tv : Crime News 24 :
মঙ্গলবার, ২০ মে ২০২৫, ০৭:৩৩ পূর্বাহ্ন

চন্দনাইশে রহমানিয়া আহমদিয়া এ, এস সুন্নিয়া মাদ্রাসায় পবিত্র জশনে জুলুছ ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন

প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪
  • ৮৫ বার পড়া হয়েছে

জাবের বিন রহমান আরজু,
দক্ষিণ চট্টগ্রাম প্রতিনিধি

চট্টগ্রামের চন্দনাইশে ১২ রবিউল আউয়াল আল্লাহর প্রিয় হাবীব নূরনবীর আগমন উপলক্ষ্যে পবিত্র জশনে জুলুছ ঈদে মিলাদুন্নবী (সা.) অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সকালে দক্ষিণ গাছবাড়িয়া ছৈয়দ মোহাম্মদ পাড়া রহমানিয়া আহমদিয়া এ, এস সুন্নিয়া (স্বতন্ত্র) ইবতেদায়ী মাদ্রাসা, এতিমখানা ও হেফজখানা পরিচালনা কমিটির উদ্যোগে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। জশনে জুলুছে ও বর্ণাঢ্য র‌্যালিতে পতাকা বহন করেন শিক্ষার্থীরা এবং মাদ্রাসার ৪ শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। র‌্যালিটি চন্দনাইশ পৌর এলাকার দক্ষিণ গাছবাড়িয়া মাদ্রাসা প্রাঙ্গণ থেকে শুরু হয়ে ছৈয়দ মো. পাড়া, সর্বল কাজী পাড়া, শাহের মো. পাড়া, ফকির পাড়া, নয়া পাড়া, বদলর কলঘর, দক্ষিণ জোয়ারা জিহস ফকির পাড়া, আবদুল বারী হাট সহ পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে মাদ্রাসা প্রাঙ্গণে এসে বর্ণাঢ্য র‌্যালিটি সমাপ্ত হয়ে আল্লাহর রাসুল সা. জন্ম উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য ও চন্দনাইশ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক মো. নুরুল আলমের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন, মাদ্রাসা পরিচালনা কমিটির সহ-সাধারণ সম্পাদক আবদুর রশিদ, সদস্য কাজী মো. হোসাইন, সমাজসেবক মোরশেদ, বাবুল, আহমদ হোসেন, আলফাতুন মিয়া, আজগর, দেলোয়ার সওদাগর, সোহেল,
এতিমখানা ও হেফজখানার প্রধান হাফেজ মওলানা মো. জোনাইদ, মাওলানা ইয়াছিন আরফাত, মাওলানা আবদুর ছবুর, মাওলানা রিফাত, মাওলানা মোহাম্মদ আবু ছিদ্দিক, মাওলানা মোহাম্মদ জাবের হোসাইন, মো: আসিফ হাসান, হাফেজ মোঃ ইয়াছিন, শায়ের মিজানুর রহমান, মাওলানা যোবায়ের, সাংবাদিক আমিন উল্লাহ টিপু, ফটো সাংবাদিক গৌতম সহ মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, সাংবাদিক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আলোচনাসভায় বক্তারা বলেন, প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তফা (স.) দুনিয়ায় আগমন করে ঈমানী আহ্বানে যেভাবে বিশ্বের সকল জাতিকে হানাহানি থেকে মুক্ত করে শান্তির পরশ দিয়েছিলেন ঠিক ওই শিক্ষাকে গ্রহণ করে আমাদেরকে দ্বীনি খেদমতে এগিয়ে যেতে হবে। সর্বক্ষেত্রে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সকল সুন্নাহ কে অনুসরণ ও অনুকরণের মাধ্যমে দুনিয়া ও আখিরাতের সফলতা নিহিত।

পরে মিলাদ, কিয়াম ও মোনাজাতের মধ্য দিয়ে কর্মসূচির পরিসমাপ্তি ঘটে। মোনাজাত পরিচালনা করেন মাওলানা মো. আবদুল মজিদ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© 𝟐𝟎𝟐𝟐-𝟐𝟎𝟐𝟑 𝐏𝐨𝐢𝐧𝐭 𝐌𝐞𝐝𝐢𝐚 𝐋𝐢𝐦𝐢𝐭𝐞𝐝 𝐀𝐥𝐥 𝐫𝐢𝐠𝐡𝐭𝐬 𝐫𝐞𝐬𝐞𝐫𝐯𝐞𝐝.
𝐃𝐞𝐬𝐢𝐠𝐧 & 𝐃𝐞𝐯𝐞𝐥𝐨𝐩𝐞𝐝 𝐛𝐲: 𝐏𝐨𝐢𝐧𝐭 𝐌𝐞𝐝𝐢𝐚 𝐋𝐢𝐦𝐢𝐭𝐞𝐝