ব্যুরো চীপ চট্টগ্রাম।
চট্টগ্রাম চন্দনাইশ উপজেলা দোহাজারী পৌরসভাস্থ চন্দনাইশ উপজেলা প্রতিনিধি এম এ হামিদ এর সৌজন্য দোহাজারী জারিজুরি বালিকা উচ্চ বিদ্যালয়ের হলরুমে জমকালো আয়োজনের মাধ্যে দিয়ে গ্লোবাল টিভির ২বর্ষ পুর্তি কেক কেটে উৎযাপিত হয় উক্ত অনুষ্টান কে কেন্দ্র করে ছাত্রীদের মাঝে বৃক্ষ রোপন, চিত্রাংকন প্রতিযোগিতা ও আলোচনা সভা জিটিভির দক্ষিণ জেলা প্রতিনিধি বিশিষ্ট সাংবাদিক হারুনের সভাপত্বিতে অনুষ্ঠিত হয়।
এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- চন্দনাইশ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা জাফর আলী হিরু, দোহাজারী পৌরসভা মেয়র আলহাজ্ব লোকমান হাকিম, চন্দনাইশ প্রেস ক্লাব সভাপতি সাংবাদিক আবিদুর রহমান বাবুল, সাধারণ সম্পাদক নুরুল আলম, জিটিভি দক্ষিণ চট্টগ্রাম প্রতিনিধি মোঃ হারুন, চন্দনাইশ উপজেলা মানবাধিকার কমিশনে সভাপতি জনাব মোহাম্মদ আইয়ুব আলী হিউম্যাটি, দোহাজারী জারিজুরি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিষ্ণ যশা চক্রবর্তী, মফিউলা শিশু বিদ্যা নিকেতনের প্রধান শিক্ষক এম এ জাফর বাংলা টিভির প্রতিনিধি আবদুর রহীম গ্লোবাল টিভির চন্দনাইশ প্রতিনিধি এম এ হামিদ, মোঃ জাহাঙ্গীর আলম বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ, বৃক্ষরোপণ ও বিতরণ করা হয়।