মো: শফিকুল ইসলাম (শফিক)
পটুয়াখালী জেলা প্রতিনিধি।
পটুয়াখালী গলাচিপা উপজেলার চর বিশ্বাস ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের মোঃ মকবুল প্যাদার ছেলে মোঃ মানিক প্যাদার স্ত্রী খাদিজা বেগম (৩৬) কে রোজ গতকাল বুধবার সকাল আনুমানিক ১০টার সময় মানিক প্যাদার বসত ঘরে উত্তর পাশের বারান্দায় কে বা কাহারা ঘরে থাকা মাছ কাটা বডি দিয়ে গলা কেটে হত্যা করে পালিয়ে যায়।এই হত্যাকাণ্ডের ঘটনায় এলাকায় ছড়িয়ে পড়লে মানিক প্যাদার বাড়িতে নারী পুরুষ সহ এই ঘটনা দেখতে শতশত লোকের ভিড় জমায়।বিষয়টি গলাচিপা থানা অবহিত করলে, এসআই মোক্তার হোসেন ও এএসআই শাহাবুদ্দিন ঘটনাস্থানে গিয়ে তদন্ত করে এবং সুরতহাল রিপোর্ট শেষে লাশ ময়না তদন্তের জন্য গলাচিপা থানায় নিয়ে যায়।
তবে এই হত্যাকাণ্ড কি কারণ এ বিষয় খাদিজার স্বামী মানিক্ প্যাদা ও তার ছেলে আবু রায়হানের কাছে জানতে চাইলে কিছুই তারা বলতে পারেনি। মানিক প্যাদার ঘরে গরু বিক্রি করা ৭৫ হাজার টাকা ছিল হত্যাকাণ্ডের পর সেটাও ঘরে পাওয়া গেছে। মানিক প্যাদা সকাল ৬টায় কৃষি জমিতে ধান রোপনে ব্যস্ত ছিল।
স্হানীয় সূত্রে জানা যায় মানিক প্যাদার স্ত্রী খাদিজা মানিক প্যাদার পুরান বাড়িতে সকাল ৭টায় যে কোন কাজের জন্যে গিয়ে সকাল ৯টার সময় বাড়িতে ফিরে আসছে।ছেলে আবু রায়হান দশম শ্রেণীর ছাত্র সকালেই মাদ্রাসায় ক্লাস করতে গিয়েছিলেন।
গলাচিপা থানার এসআই মোক্তার হোসেন জানান হত্যাকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি।