রুবেল মিয়া, চিলমারী,কুড়িগ্রাম, প্রতিনিধিঃ
কুড়িগ্রামের চিলমারীতে বাংলাদেশ জামায়াতে ইসলামী যুব বিভাগ চিলমারী শাখার আয়োজনে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ( ৮মার্চ) সন্ধ্যায় চিলমারী সরকারী কলেজে বাংলাদেশ জামায়াতে ইসলামী যুব বিভাগ চিলমারী শাখার আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ জামায়াতে ইসলামী যুব বিভাগ চিলমারী উপজেলা শাখার সভাপতি মাওলানা মোঃ জিয়াউর রহমান জিয়া এর সভাপতিত্বে এবং মোঃ নাজমুল হুদা সাগর এর সঞ্চালনায়, প্রধান অতিথি হিসেবে শুভেচ্ছা বক্তব্য রাখেন,বাংলাদেশ জামায়াতে ইসলামী কুড়িগ্রাম সদর উপজেলার যুব বিভাগের সভাপতি ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কুড়িগ্রাম জেলা শাখার সাবেক সভাপতি মোঃ মোখলেছুর রহমান, বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা সেক্রেটারি মোঃ ফজলুল করিম মিঠুন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চিলমারী শাখার সাবেক সভাপতি মাওলানা মোঃ মোস্তাফিজার রহমান প্রমুখ।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জামায়াতে ইসলামী চিলমারী শাখার বাইতুল মাল সম্পাদক মাওলানা মোঃ আব্দুর রাকিব, জামায়াতে ইসলামী থানাহাট ইউনিয়নের সভাপতি মাওলানা মোঃ আতিকুর রহমান।
আলোচনা শেষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় বাংলাদেশ জামায়াতে ইসলামী যুব বিভাগসহ উপজেলার সকল সংগঠনের প্রায় ৩ শতাধিক কর্মী দোয়া ও ইফতার মাহফিলে অংশ নেয়।