Oplus_131072
রুবেল মিয়া,চিলমারী, কুড়িগ্রাম প্রতিনিধিঃ
অধিকার, সমতা,ক্ষমতায়ন, নারী ও কন্যার উন্নয়ন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে, কুড়িগ্রামের চিলমারীতে
বর্ণাঢ্য র্যালি আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস-২০২৫ উদযাপন করা হয়েছে।
শনিবার (৮ মার্চ) সকাল ১০ টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার আয়োজনে ও বেসরকারী উন্নয়ন সংস্থা আরডিআরএস বাংলাদেশ বাস্তবায়িত চাইল্ড নট ব্রাইড প্রকল্প ,এনজিও ফ্রেন্ডশিপ, ব্রাক, ওয়ার্ল্ড কনসার্ন বাংলাদেশ, চিলমারী উদয়ন নারী ফেডারেশন এর সহযোগিতায় একটি র্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ সভাকক্ষের সামনে মিলিত হয়।
পরে উপজেলা নির্বাহী অফিসার সবুজ কুমার বসাক এর সভাপতিত্বে এবং ওয়ার্ড কনসার্ন বাংলাদেশ এর কমিউনিটি ভলান্টিয়া মোছাঃ মিশু খাতুন এর সঞ্চালনায় উক্ত আলোচনা সভায় চিলমারী প্রেসক্লাব সভাপতি মোঃ নজরুল ইসলাম সাবু, প্রেসক্লাব চিলমারীর সভাপতি সহকারী অধ্যাপক মো, মনিরুল আলম লিটু, চিলমারী মডেল থানার সাব-ইন্সপেক্টর দিপ্তটপ্য ও চিলমারী উদয়ন নারী ফেডারেশনের সভানেত্রী মোছা: মুন্নী বেগম প্রমুখ উপস্থিত থেকে বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে উদয়ন নারী ফেডারেশনের প্রায় ২ শতাধিক নারী উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।