1. info@www.crimenews24.tv : Crime News 24 :
মঙ্গলবার, ২০ মে ২০২৫, ০১:২২ অপরাহ্ন

জনসেবার আড়ালে মাদক জগতের রানী সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান খাদিজাতুল কোবরা মুক্তা

প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ৩০ জুন, ২০২৪
  • ১৮৯ বার পড়া হয়েছে

শাকিল হোসেন পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি: জনসেবার আড়ালে মাদক জগতের রানী হিসাবে পরিচিতি লাভ করেছে নওগাঁর পত্নীতলা উপজেলা মহিলা লীগের আহবায়ক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান খাদিজাতুল কোবরা মুক্তা।

ধামইরহাট থানার মামলা নং-২৩ তারিখ ১৩/২৪ সূত্রে জানা যায়, গত ১৭ এপ্রিল রাত ১০.৩০ মিনিটে ২৬১ নং মেইন পিলার থেকে প্রায় দুই কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে জিআর নং ৭৬২৮২৯ মানচিত্র নং ৭৮ মি/১৬ ধামইরহাট থানার ধীন ভেরম মাদ্রাসা মোড় তিন মাথা পাকা রাস্তার পাশে বট গাছের নিচে পত্নীতলা উপজেলা মহিলা লীগের আহবায়ক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোসা: খাদিজাতুল কোবরা মুক্তা স্ব- শরীরে উপস্থিত থেকে তার অন্য দুই সঙ্গি মামলার ১ নং আসামী পত্নীতলা উপজেলার মোবারকপুর গ্রামের জরিুল ইসলামের ছেলে মো: হাবিবুল্লাহ (৩৩) ও ২ নং আসামী একই উপজেলার ডাসনগর গ্রামের আতোয়ার হোসেন এর ছেলে মো: আশরাফুল ইসলাম (২০ ) ভারত থেকে ফিন্সিডিল ও মদ আনছিল বিক্রয়ের উর্দ্দেশ্যে। এমন গোপন তথ্যের ভিত্তিতে পত্নীতলা ব্যাটালিয়ন ১৪ বিজিবি ( কালুপাড়া বিওপি ) অভিযান চালিয়ে মো: হাবিবুল্লাহ ও মো: আশরাফুল ইসলাম কে আটক করে। বিজিবি’র উপস্থিতি টের পেয়ে মাদক ফেলে পালিয়ে যায় মামলার ৩ নং আসামী পত্নীতলা উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা মহিলা লীগের আহবায়ক মোসা: খাদিজাতুল কোবরা মুক্তা। এসময় আসামীদের কাছ থেকে ভারতীয় তৈরী আমদানি নিষিদ্ধ ৩৯ বোতল MKDYL 100ml, ১২ বোতল FAIRDYL 100ml ২ বোতল BLENDERS PRIDE 750ml জব্দ করা হয়।

এবিষয়ে অভিযুক্ত পত্নীতলা উপজেলা মহিলা লীগের আহবায়ক ও সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোসা: খাদিজাতুল কোবরা মুক্তা বলেন, আমার বিরুদ্ধে এসকল অভিযোগ মিথ্যা। আমার প্রতিপক্ষ আমাকে ফাঁসাতে এসক পরিকল্পনা করেছে।

নওগাঁ জেলা মহিলালীগের সভাপতি মোছাঃ পারভীন আক্তার বলেন, এই বিষয়ে আমি অবগত নেই, তাছাড়া স্থানীয় উপজেলা সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী আছেন,উপজেলা আওয়ামী লীগের সভাপতি ,সাধারণ সম্পাদক আছেন তারা এই বিষয়টি দেখবেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© 𝟐𝟎𝟐𝟐-𝟐𝟎𝟐𝟑 𝐏𝐨𝐢𝐧𝐭 𝐌𝐞𝐝𝐢𝐚 𝐋𝐢𝐦𝐢𝐭𝐞𝐝 𝐀𝐥𝐥 𝐫𝐢𝐠𝐡𝐭𝐬 𝐫𝐞𝐬𝐞𝐫𝐯𝐞𝐝.
𝐃𝐞𝐬𝐢𝐠𝐧 & 𝐃𝐞𝐯𝐞𝐥𝐨𝐩𝐞𝐝 𝐛𝐲: 𝐏𝐨𝐢𝐧𝐭 𝐌𝐞𝐝𝐢𝐚 𝐋𝐢𝐦𝐢𝐭𝐞𝐝