1. info@www.crimenews24.tv : Crime News 24 :
মঙ্গলবার, ২০ মে ২০২৫, ০১:২৯ পূর্বাহ্ন

জয়পুরহাটে মন্দিরে মন্দিরে বর্ণাঢ্য আয়োজনে দীপাবলি কালী পূজা অনুষ্ঠিত।

প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ২ নভেম্বর, ২০২৪
  • ১৫ বার পড়া হয়েছে

 

মোঃ নেওয়াজ মোর্শেদ নোমান, জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ জয়পুরহাটে পাঁচবিবি উপজেলাতে মন্দিরে মন্দিরে বর্ণাঢ্য আয়োজনে সনাতন ধর্মাবলম্বীদের দীপাবলি কালী পূজা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাত ৮ টা থেকে দিবাগত গভীর রাত পর্যন্ত ফুলবাড়ী কেন্দ্রীয় সার্বজনীন কালি মন্দিরসহ উপজেলার বিভিন্ন এলাকার পাড়া মহল্লায় সার্বজনীন কালী মন্দিরে দীপাবলি কালী পূজা অনুষ্ঠিত হয়েছে।

কালি পূজা উদযাপন উপলক্ষে উপজেলার কালি মন্দিরসহ প্রতিটি মন্দিরে দূর-দূরান্ত থেকে আসা সনাতন ধর্মাবলম্বীদের ঢলে মুখরিত মন্দির প্রাঙ্গণ। এছাড়াও উপজেলার পৌর এলাকার বিভিন্নধ কালি মন্দিরে বর্ণাঢ্য আয়োজনে দীপাবলি কালি পূজা শান্তি পূর্ণ ভাবে অনুষ্ঠিত হতে দেখা গেছে। কালিপূজা শুরুর আগে শুক্রবার সন্ধ্যায় প্রতিটি সনাতন ধর্মাবলম্বীদের বাড়ীতে দীপাবলি কালি পূজা উদযাপন উপলক্ষে বিভিন্ন দেব-দেবী ও তুশলী পাঠে বিশেষ প্রার্থনায় মঙ্গল দীপ প্রজ্বলন করেন। এ সময় হিন্দু সম্প্রদায়ের নিহত পূর্ব- পুরুষদের স্মরণেও দীপ প্রজ্বলন করা হয়।

প্রতিবছর কার্তিক মাসের অমবর্ষা তিথিতে সারা রাত ব্যাপী অত্যন্ত শান্তিপূর্ণভাবে এই দীপাবলি কালি পূজা অনুষ্ঠিত হয়। প্রায় দুইশত বছর ধরে সাম্প্রদায়িক বন্ধনে এই দীপাবলি পূজাটি অনুষ্ঠিত হয়ে আসছে। প্রতিটি পূজা মণ্ডপ এলাকায় অসংখ্য হিন্দু সম্প্রদায়ের নারী, পুরুষ আবাল বৃদ্ধ বনিতা ছাড়াও আশে পাশের এলাকার মুসলিম জনগোষ্ঠীরা পূজা মণ্ডপ এলাকায় উপস্থিত থেকে অত্যান্ত আনন্দঘন সুশৃংখল পরিবেশে পূজার আনন্দ উপভোগ করে।

দীপাবলি কালি পূজা শান্তিপূর্ণ ভাবে করার লক্ষ্যে শুক্রবার সন্ধ্যা থেকে গভীর রাত জেগে উপজেলার প্রতিটি পূজা মণ্ডপ এলাকার সার্বিক নিরাপত্তার জন্য পাঁচবিবি থানা পুলিশ সদস্যরা নিরবিচ্ছিন্নভাবে নিরাপত্তা প্রদান করেছেন।

পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ কাওসার আলী জানান, প্রতি বছরের ন্যায় এ বছরও উপজেলার সনাতন ধর্মাবলম্বী মানুষজন অত্যান্ত শান্তিপূর্ণ ভাবে দীপাবলি কালীপূজা পালন করেছে। শুক্রবার সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত পাঁচবিবি বিভিন্ন মন্দির এলাকার পূজা মন্ডপ পরিদর্শন করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© 𝟐𝟎𝟐𝟐-𝟐𝟎𝟐𝟑 𝐏𝐨𝐢𝐧𝐭 𝐌𝐞𝐝𝐢𝐚 𝐋𝐢𝐦𝐢𝐭𝐞𝐝 𝐀𝐥𝐥 𝐫𝐢𝐠𝐡𝐭𝐬 𝐫𝐞𝐬𝐞𝐫𝐯𝐞𝐝.
𝐃𝐞𝐬𝐢𝐠𝐧 & 𝐃𝐞𝐯𝐞𝐥𝐨𝐩𝐞𝐝 𝐛𝐲: 𝐏𝐨𝐢𝐧𝐭 𝐌𝐞𝐝𝐢𝐚 𝐋𝐢𝐦𝐢𝐭𝐞𝐝