মোঃ নেওয়াজ মোর্শেদ নোমান, জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ
জয়পুরহাটের পাঁচবিবি হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দীর্ঘদিন পলাতক আসামি আব্দুল হান্নানকে অস্ত্র ও মাদকসহ গ্রেপ্তার করেছে পাঁচবিবি থানা পুলিশ৷
গ্রেপ্তারকৃত আসামি আব্দুল হান্নান (৪০) পাঁচবিবি উপজেলার গোবিন্দপুর গ্রামের মোঃ ফুল মিয়ার ছেলে৷
সোমবার ৭ আগস্ট জেলার পাঁচবিবি সীমান্ত এলাকা কয়া থেকে তাকে গ্রেপ্তার করেছে পাঁচবিবি থানা পুলিশ।
পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ মোঃ কাওসার আলী বলেন, আভিযানিক টিম অবৈধ অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার, আসামি গ্রেফতার ইত্যাদি অভিযান পরিচালনাকালে পাঁচবিবি থানাধীন কয়া এলাকা থেকে পাঁচবিবি থানার খুনসহ ডাকাতি মামলা নং ১৯, ধারা- ৩৯৬ পেনাল কোড, জিআর নং ১৬৫ /০৯ (পাঁচ) এর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি আব্দুল হান্নান ২০০৯ সালের জয়পুরহাট পাঁচবিবি থানায় দায়েরকৃত মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি। তিনি মামলা দায়েরের পর থেকেই জয়পুরহাটসহ দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিলেন।
গ্রেফতারকৃত আব্দুল হান্নানকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।