প্রতিনিধি: সাগর কুমার সিং
আদিবাসীদের আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতি, সমতলের আদিবাসীদের জন্য পৃথক মন্ত্রণালয় গঠন সহ জাতীয় আদিবাসী পরিষদের ৯ (নয়) দফা দাবি সামনে রেখে ১৯ এপ্রিল (শনিবার) বেলা ১২ ঘটিকায় জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটির আয়োজনে বগুড়া শিল্পকলা একাডেমী’র হলরুমে কেন্দ্রীয় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয আদিবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নরেন চন্দ্র পাহান, আরো বক্তব্য রাখেন জাতীয আদিবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সূভাষ চন্দ্র হেমব্রম, সহ সাধারণ সম্পাদক কৃষিবিদ বিমল খালকো, তথ্য গবেষণা সম্পাদক মানিক সরেন, সদস্য যুগেশ চন্দ্র সিং, সদস্য অজিত মুন্ডা।
এছাড়াও বক্তব্য রাখেন বগুড়া জেলা কমিটির সভাপতি শ্রী সন্তোস সিং বাবু, সাধারণ সম্পাদক স্বপন চন্দ্র কর্ণিদাস, শ্রী সন্তেষ চন্দ্র সিং কোষাধ্যক্ষ ও আশিক চন্দ্র বানির্য়াস সভাপতি পাবনা জেলা, রঘুনাথ এক্কা সভাপতি, প্রতাপ সিং সাধারণ সম্পাদক নাটোর জেলা, ব্রিটিস সরেন গাইবান্ধা জেলা।
সভায় আরো উপস্থিত ছিলেন গৌতম চন্দ্র মাহাতো সভাপতি নন্দীগ্রাম উপজেলা শাখা, স্বপন কুমার সিং আহ্বায়ক, শ্রী হিরালাল সিং সদস্য সচিব, উপদেষ্টা মোঃ রাশেদুল ইসলাম রাশেদ শেরপুর উপজেলা শাখা সহ রাজশাহী ও রংপুর বিভাগের জেলা ও উপজেলা শাখার প্রতিনিধিগণ।
বক্তারা বলেন সমতল ভূমি আদিবাসীদের জন্য পৃথক মন্ত্রণালয় ও আদিবাসীদের নয় দফা দাবি বাস্তবায়নে বর্তমান সরকারের নিকট জোরদার দাবি জানানো হয়। সভায় আগামী ৫ মে ঢাকায় উত্তরবঙ্গের আদিবাসীদের সার্বিক পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলন ও কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।