1. info@www.crimenews24.tv : Crime News 24 :
সোমবার, ১৯ মে ২০২৫, ০৬:১৫ অপরাহ্ন

জামায়াতের জনসভা বিএসএফ হত্যাকাণ্ডের প্রতিবাদ ও নিরাপদ বাংলাদেশ গড়ার অঙ্গীকার

প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫
  • ৫ বার পড়া হয়েছে

আব্দুস সামাদ

লালমনিরহাট জেলা প্রতিনিধি:

আজ (১৯ এপ্রিল) শনিবার দুপুরে লালমনিরহাট কালেক্টরেট মাঠে জেলা জামায়াতের আয়োজনে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেন, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ লালমনিরহাটের যুবক হাসিনুরকে বুকের ওপর পা দিয়ে গুলি করে হত্যা করেছে। তিনি প্রশ্ন তোলেন, “হাসিনুর কি মানুষ নয়?”

তিনি বলেন, ভারত প্রতিবেশী দেশ হিসেবে সম্মান পাওয়ার যোগ্য, তবে সম্পর্ক সমমর্যাদার ভিত্তিতে হতে হবে। নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ডিসেম্বরে নিরপেক্ষ নির্বাচন চাই, তবে তার আগে খুনিদের বিচার ও নির্বাচন ব্যবস্থার সংস্কার আবশ্যক।

ফ্যাসিবাদ বিরোধী অবস্থান তুলে ধরে তিনি বলেন, “ফ্যাসিস্টদের বিদায়ের পর আমরা উপাসনালয় পাহারা দিয়েছি। আমরা এমন রাষ্ট্র গড়তে চাই যেখানে কাউকে পাহারা দিতে না হয়।” তিনি সংখ্যালঘুদের নিরাপত্তা ও সকলের সম্মান নিশ্চিত করার অঙ্গীকার করেন।

আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে তিনি বলেন, “তারা গুম-খুন আর দখলবাজির মাধ্যমে জনগণের কণ্ঠরোধ করেছিল। কিন্তু জনগণ প্রতিরোধ গড়ে তুলছে।”

দুর্নীতি প্রসঙ্গে তিনি বলেন, রাষ্ট্রীয় দুর্নীতির মূল কারণ কর্মকর্তা-কর্মচারীদের অপ্রতুল বেতন। শিক্ষা ও কর্মসংস্থান নিয়েও সমালোচনা করেন তিনি, বলেন, শিক্ষিতরা আজ কর্মহীনতায় আত্মহত্যার পথ বেছে নিচ্ছে।

নারীদের নিরাপত্তা ও কর্মক্ষেত্র প্রসঙ্গে তিনি বলেন, “জামায়াত ক্ষমতায় এলে নারীরা সম্মান ও নিরাপত্তার সাথে স্বাধীনভাবে চলাফেরা করতে পারবে। কেউ চোখ তুলে তাকানোর সাহসও পাবে না।”

সভায় সভাপতিত্ব করেন জেলা আমির অ্যাডভোকেট আবু তাহের। বিশেষ অতিথি ছিলেন সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম, জেলা সেক্রেটারি অ্যাডভোকেট ফিরোজ হায়দার লাভলু এবং হিন্দু কল্যাণ ট্রাস্টের পুস্পজিৎ রায়সহ অন্যান্য নেতৃবৃন্দ।

সভা শেষে জামায়াত আমির নিহত হাসিনুরের পরিবারের খোঁজ নিতে তার বাড়িতে যান এবং পরে নীলফামারীর উদ্দেশ্যে যাত্রা করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© 𝟐𝟎𝟐𝟐-𝟐𝟎𝟐𝟑 𝐏𝐨𝐢𝐧𝐭 𝐌𝐞𝐝𝐢𝐚 𝐋𝐢𝐦𝐢𝐭𝐞𝐝 𝐀𝐥𝐥 𝐫𝐢𝐠𝐡𝐭𝐬 𝐫𝐞𝐬𝐞𝐫𝐯𝐞𝐝.
𝐃𝐞𝐬𝐢𝐠𝐧 & 𝐃𝐞𝐯𝐞𝐥𝐨𝐩𝐞𝐝 𝐛𝐲: 𝐏𝐨𝐢𝐧𝐭 𝐌𝐞𝐝𝐢𝐚 𝐋𝐢𝐦𝐢𝐭𝐞𝐝