তানিম আহমদ, স্টাফ রিপোর্টার,
জুড়ী থানা পুলিশের বিশেষ অভিযানে আলাউদ্দিন মিয়া ওরফে সবুর নামে ০৪ বছরের সশ্রম কারাদণ্ডাদেশপ্রাপ্ত এবং ০৫ মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক এক আসামিকে গ্রেফতার করা হয়েছে।
(২৯ জুন) রাতে জুড়ী থানার এসআই রফিকুল ইসলাম সঙ্গীয় অফিসার-ফোর্সসহ বড়লেখা থানাধীন দক্ষিণভাগ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত আসামি জুড়ী থানাধীন পূর্ব জুড়ী ইউনিয়নের জামকান্দি গ্রামের ফজলু মিয়ার ছেলে। তার বিরুদ্ধে সিআর ১৪৬/২১ (নারী-শিশু) মামলায় যৌতুক আইনের ৩ ধারার অপরাধ প্রমাণিত হওয়ায় বিজ্ঞ আদালত তাকে ০৪ বছরের সশ্রম কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা অর্থদন্ড, অনাদায়ে আরো ০২ মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ প্রদান করেন।
জুড়ী থানার অফিসার ইনচার্জ এস এম মাইনউদ্দিন জানান, ‘গ্রেফতারকৃত আসামি সবুরের বিরুদ্ধে থানায় ১ টি ডাকাতি, ২ টি চুরি এবং মাদকসহ ৫ মামলায় গ্রেফতারী পরোয়ানা মূলতবি ছিল। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় চুরি, ডাকাতিসহ ১৬ টি মামলা রয়েছে।’
গ্রেফতারকৃত আসামিকে আজ সকালে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।