1. info@www.crimenews24.tv : Crime News 24 :
সোমবার, ১৯ মে ২০২৫, ০৭:০৩ অপরাহ্ন

জুলাই আন্দোলনের ঘোষণাপত্রের দাবিতে উলিপুরে বিক্ষোভ সমাবেশ

প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ১১ মে, ২০২৫
  • ৫ বার পড়া হয়েছে

রফিকুল ইসলাম রফিক, কুড়িগ্রাম প্রতিনিধি:

খুনি হাসিনার বিচার এবং জুলাই আন্দোলনের ঘোষণাপত্র বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামের উলিপুরে সর্বস্তরের ছাত্র-জনতা একত্রিত হয়ে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ১১মে বিকেলে উলিপুর শহরের কেন্দ্রীয় মসজিদুল হুদার সামন থেকে মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় মাসজিদুল হুদার সামনে এ কর্মসূচি পালন করা হয়।
‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, উলিপুর’ ব্যানারে আয়োজিত এই বিক্ষোভ সমাবেশে স্থানীয় স্কুল, কলেজ, মাদ্রাসা ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেন। ব্যানার ও শ্লোগানে মুখরিত ছিল পুরো সমাবেশস্থল।

বক্তারা বলেন, “সরকারের দমন-পীড়ন, গুম, খুন, মিথ্যা মামলা এবং বাকস্বাধীনতা হরণের বিরুদ্ধে ছাত্র সমাজ আজ রাজপথে। খুনি হাসিনা সরকারের বিচার এবং ছাত্র-জনতার ন্যায্য দাবির প্রতি অবিচল থেকেই জুলাই আন্দোলনের ঘোষণাপত্র বাস্তবায়ন এখন সময়ের দাবি।”
তারা আরও বলেন, রাষ্ট্রব্যবস্থার সকল পর্যায়ে বৈষম্য, দুর্নীতি ও দুঃশাসনের বিরুদ্ধে যে আন্দোলন চলছে, তা এক নতুন রাজনৈতিক সংস্কৃতির সূচনা করছে। এই আন্দোলন দমন করা যাবে না, কারণ এটি জনগণের অন্তঃপ্রবাহ থেকে উঠে আসা ন্যায়বিচার ও সমতার দাবি।

ছাত্র প্রতিনিধিদের পক্ষে বক্তব্য রাখেন,রাকিব হাসান,নাজমুল আল হাসান, আশিক আহমেদ,জুবাইর জিহাদী ও আব্দুল্লাহ আল ফারাবী।

বক্তব্যে নাজমুল আল হাসান বলেন, ২০০৮ সাল থেকে ২৪ এর জুলাই অভ্যুত্থান পর্যন্ত খুনি হাসিনা যেসব গুম,খুন সহ যত মানবতাবিরোধী অপরাধ করেছে; সব অপরাধের বিচার করতে খুনি হাসিনা দেশে ফিরিয়ে এনে ফাঁসির মঞ্চে ঝুলাতে হবে।এছাড়া নাজমুল আল হাসান আরো বলেন,জুলাই ঘোষণাপত্র সংবিধান সংস্কার, গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা, জনগণের জন্য ন্যায়ভিত্তিক রাষ্ট্রব্যবস্থা, শিক্ষা, স্বাস্থ্য, এবং সামাজিক ন্যায়বিচার নিশ্চিত,
এবং দেশের সব শ্রেণি-পেশার মানুষের মতামত ও অংশগ্রহণের মাধ্যমে একটি প্রতিনিধিত্বশীল রাজনৈতিক কাঠামো তৈরির চাবিকাঠি।তিনি অনতিবিলম্বে জুলাই ঘোষণা পত্রের দাবি জানান।

আন্দোলনকারীরা জানান, দাবি পূরণ না হলে ভবিষ্যতে আরও বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© 𝟐𝟎𝟐𝟐-𝟐𝟎𝟐𝟑 𝐏𝐨𝐢𝐧𝐭 𝐌𝐞𝐝𝐢𝐚 𝐋𝐢𝐦𝐢𝐭𝐞𝐝 𝐀𝐥𝐥 𝐫𝐢𝐠𝐡𝐭𝐬 𝐫𝐞𝐬𝐞𝐫𝐯𝐞𝐝.
𝐃𝐞𝐬𝐢𝐠𝐧 & 𝐃𝐞𝐯𝐞𝐥𝐨𝐩𝐞𝐝 𝐛𝐲: 𝐏𝐨𝐢𝐧𝐭 𝐌𝐞𝐝𝐢𝐚 𝐋𝐢𝐦𝐢𝐭𝐞𝐝