ঝালকাঠি প্রতিনিধিঃ শুদ্ধাচার পুরস্কার পেলেন জনবান্ধব ঝালকাঠির কাঠালিয়া উপজেলা নির্বাহী অফিসার মো. নেছার উদ্দিন। তিনি দ্বিতীয়বারের মতো এই শুদ্ধাচার পুরস্কার প্রাপ্তি হলেন।
শুদ্ধাচার ও উত্তম চর্চার স্বীকৃতিস্বরূপ কাঠালিয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ নেছার উদ্দিনকে শুদ্ধাচার পুরুস্কার-২০২৪ ও সনদ প্রদান করেন ঝালকাঠির জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ফারাহ্ গুল নিঝুম।
আজ বৃহস্পতিবার সকাল ১১ টায় ঝালকাঠি জেলা প্রশাসক কার্যালেয়র সভা কক্ষে শুদ্ধাচার সনদ প্রদান অনুষ্ঠানে তাকে এ শুদ্ধাচার পুরুস্কার-২০২৪ ও সনদ প্রদান করা হয়। সেই সাথে তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোঃ রুহুল আমিন, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মোহাম্মদ মামুন শিমলী, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সাজিয়া আফরোজ, ঝালকাঠি সদর উপজেলা নির্বাহী অফিসার, নলছিটি উপজেলা নির্বাহী অফিসার, রাজাপুর উপজেলা নির্বাহী অফিসার ও বিভিন্ন উপজেলার সহকারী কমিশনার ভূমি কর্মকর্তাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
কাঠালিয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ নেছার উদ্দিন বলেন, শ্রদ্ধেয় জেলা প্রশাসক, ঝালকাঠি স্যারের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি উপজেলা পর্যায়ে শুদ্ধাচার পুরস্কার ২০২৩-২০২৪ এ আমাকে মনোনীত করার জন্য। সেই সাথে সম্মানিত সিনিয়র স্যারবৃন্দ, সহকর্মীবৃন্দ ও সকল শুভানুধ্যায়ীগণকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান এই কর্মকর্তা। আগামীর পথচলায় এই স্বীকৃতি অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। এবং সকলের কাছে তিনি দোয়াও চেয়েছেন।
এইচ এম নাসির উদ্দিন
ঝালকাঠি প্রতিনিধি
০১৭১৩৯৬৩৬৭৫