এইচ এম নাসির উদ্দিন ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠির রাজাপুর উপজেলায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে গেছে। এতে অন্তত ১৫ যাত্রী আহত হয়েছেন।
শুক্রবার (২৩ আগস্ট ) সকাল ১১ টার দিকে উপজেলার নৈকাঠি এলাকায় এই ঘটনা ঘটেছে।বিষয়টি রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আতাউর রহমান নিশ্চিত করেছেন।
জানা যায়, শুক্রবার সকালে পিরোজপুর থেকে ছেড়ে আসা বরিশালগামী বৈশাখী পরিবহন নামের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে নৈকাঠি এলাকার জোমাদ্দার বাড়ির পুকুরে ডুবে যায়। এই ঘটনায় আহত কয়েকজনকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
রাজাপুর থানার ওসি মুহাম্মদ আতাউর রহমান বলেন , খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যাই।কেউ গুরুতর আহত নেই। গাড়িটি উদ্ধার করার চেষ্টা চলছে।
এইচ এম নাসির উদ্দিন
ঝালকাঠি প্রতিনিধি
০১৭১৩৯৬৩৭৫