1. info@www.crimenews24.tv : Crime News 24 :
বুধবার, ০২ জুলাই ২০২৫, ০৯:৩৫ পূর্বাহ্ন

টেকনাফের নাফ নদীতে একদিনে দুই লাশ উদ্ধার

প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ১৪ জুলাই, ২০২৪
  • ৯৭ বার পড়া হয়েছে

জামাল উদ্দীন -কক্সবাজার জেলা প্রতিনিধি

কক্সবাজার সীমান্ত উপজেলা টেকনাফে নাফ নদী হতে ভাসমান অবস্থায় একদিনে দুই মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

এর মধ্যে একজন অজ্ঞাত ও অপরজন টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের দমদমিয়া গ্রামের নুরুল আমিনের পুত্র মো. ইউনুছ (৩৪)।

শনিবার (১৩ জুলাই) বিকালে দমদমিয়া নাফ নদীতে মৃতদেহ দু’টি ভাসতে দেখতে পায় স্থানীয়রা।

এদিকে খোঁজ নিয়ে জানা যায়, গত বুধবার রাতে দমদমিয়া এলাকার মো. ইউনুস বাড়ি হতে বের হয়ে আর ফিরে আসেনি।  অনেক খোঁজাখুঁজির পর শনিবার সন্ধা ৭ টারদিকে ইউনুসের মরদেহ নাফ নদীতে দেখতে পায় স্থানীয়রা। পরে স্থানীয়দের সহায়তায় লাশটি উদ্ধার করে নৌ পুলিশ। মৃতদেহের গলায় রশি পেঁচানো রয়েছে।

অপরদিকে দুপুর ২ টারদিকে নাফনদীর দমদমিয়া কেয়ারি ঘাট বরাবর নদীতে অপর এক যুবকের মৃত দেহ ভাসতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। তার পরিচয় পাওয়া যায়নি। তবে শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানায়।

টেকনাফ নৌ-পুলিশ ফাঁড়ির এসআই আবুল কাসেম জানান দমদমিয়া নৌ পুলিশ মৃতদেহ দুটি উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়না তদন্তের জন্য কক্সবাজার মর্গে পাঠিয়েছেন।

টেকনাফ নৌ-পুলিশের ফাঁড়ির ইনচার্জ  তপন কুমার বিশ্বাস  জানান নদীতে ভাসমান  মৃতদেহের সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে পৃথকভাবে মৃতদেহ ২টি উদ্ধার করা হয়েছে।  তন্মধ্যে অজ্ঞাত একজন, অপরজন দমদমিয়া এলাকার মোঃ ইউনুস বলে সনাক্ত করেন তার পরিবার।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© 𝟐𝟎𝟐𝟐-𝟐𝟎𝟐𝟑 𝐏𝐨𝐢𝐧𝐭 𝐌𝐞𝐝𝐢𝐚 𝐋𝐢𝐦𝐢𝐭𝐞𝐝 𝐀𝐥𝐥 𝐫𝐢𝐠𝐡𝐭𝐬 𝐫𝐞𝐬𝐞𝐫𝐯𝐞𝐝.
𝐃𝐞𝐬𝐢𝐠𝐧 & 𝐃𝐞𝐯𝐞𝐥𝐨𝐩𝐞𝐝 𝐛𝐲: 𝐏𝐨𝐢𝐧𝐭 𝐌𝐞𝐝𝐢𝐚 𝐋𝐢𝐦𝐢𝐭𝐞𝐝