জামাল উদ্দীন
কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজারের টেকনাফের বিভিন্ন এলাকা অবৈধ করাত কলের যাতাকলে পড়ে শেষ হচ্ছে কক্সবাজারের দক্ষিণ বন বিভাগের সবুজ বনায়ন।
বন বিভাগ ধব্বংসের দ্বারপ্রান্তে পৌঁছে গেছে। কাঠ চোরের দল বন বিভাগের গাছ কেটে সাবাড় করার পাশাপাশি সামাজিক বনায়নও ধব্বংস করছে বলে অভিযোগ উঠেছে।
খোঁজ নিয়ে জানা গেছে কক্সবাজারের দক্ষিণ বন বিভাগের আওতাধীন টেকনাফের বাহার ছড়া ইউনিয়নের শাপলাপুর,শীলখালী,নোয়াখালী পাড়া, টেকনাফ সদরের মিঠাপানির ছড়া,লেঙ্গুরবিল,টেকনাফ পৌরএলাকা, হ্নীলা ইউনিয়নের লেদা,রোহিঙ্গা টাল সংলগ্ন ব্রিকফিল্ড এলাকা,উত্তর লেদা পুচিঙ্গাপাড়ারোর্ড, হ্নীলা কিয়াংপাড়া,পশ্চিমসিকদার পাড়া,স্টেশন সংলগ্ন রশিদের রাইচ মিলের পশ্চিম পাশে, পশ্চিম পান খালী, মৌলভীবাজার আলীআকবর পাড়া,রোজারঘোনা,কম্বনিয়াপাড়া,ও হোয়াইক্যং ইউনিয়নের লম্বাবিল সহ আরো কয়েকটি এলাকায় অবৈধ করাতকল বসিয়েছে একশ্রেণীর অসাধু কাঠ ব্যবসায়ী।
এসব করাত কলে টেকনাফের বিভিন্ন এলাকা থেকে দিবা রাত্রি বন বিভাগও সামাজিক বনায়নের গাছ কেটে এনে ছিড়াই করে বিভিন্ন বাজারে সাপ্লাই করছে কাঠ চোরের দল।