জামাল উদ্দীন -কক্সবাজার জেলা প্রতিনিধি
কক্সবাজারের সীমান্ত উপজেলা টেকনাফের বিভিন্ন সীমান্ত এলাকা দিয়ে মিয়ানমারের আরো ৮৮ জন সীমান্ত রক্ষি বাহিনী বিজিপি সদস্য আত্নরক্ষার্থে পালিয়ে এসেছে বলে খবর পাওয়া গেছে।
০৫ মে রবিবার ভোর রাত ৩ টার দিকে টেকনাফ সীমান্ত এলাকার শাহপরীরদ্বীপ সীমান্ত দিয়ে ৩ টি কাঠের বোট নিয়ে ৮৮ জন মিয়ানমার সীমান্ত রক্ষি বাহিনী বিজিপি সদস্য বাংলাদেশে আত্নরক্ষার্থে পালিয়ে এসেছে। তারা এদেশে পালিয়ে এসে বাংলাদেশ কোস্টগার্ডের হাতে আত্নসমর্পণ করেছে। কোস্টগার্ড সদস্যরা তাদের নিরস্ত্রকরণ করে দুইটি পায়রা সার্ভিসের বাসওএকটি নোহা যোগে হ্নীলাবিজিবি বিওপি ক্যাম্পের পাশ্ববর্তী হ্নীলা উচ্চবিদ্যালয়ে নিয়ে এসেছে।
তাদের মধ্যে ৩ জন সিনিয়র অফিসার ও রয়েছে। তবে এবিষয়ে কোস্ট গার্ডের কাছে তথ্য জানতে মিডিয়া কর্মকর্তা খন্দকার মুনিফ তকিরএই ০১৭৬৯৪৪০৮০৩ নাম্বারে একাধিকবার যোগাযোগ করে মোবাইল রিসিভ নাকরায় বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
এনিয়ে গত দুই দিনে ১২৮ জন বিজিপি সদস্য পালিয়ে এসেছে বলে নিশ্চিত হওয়া গেছে।
উল্লেখ্য গত ৪ মে শনিবার টেকনাফ সদর ইউনিয়নের বিভিন্ন সীমান্ত পয়েন্ট দিয়ে ৪০ জন বিজিপি সদস্য পালিয়ে এসেছিল।
মিয়ানমারের আভ্যন্তরীন সংঘর্ষের কারণে এরা আত্নরক্ষার জন্য এদেশে পালিয়ে এসেছে বলে জানাগেছে।
তবে এবিষয়ে আমাদের বাংলাদেশ সীমান্ত রক্ষি বাহিনী বিজিবি র পক্ষ থেকে আনুষ্ঠানিক কোন বক্তব্য পাওয়া যায় নি।