জামাল উদ্দীন – কক্সবাজার জেলা প্রতিনিধি
টেকনাফ ব্যাটালিয়নের অধীনস্থ শীলখালী চেকপোস্টে যানবাহন তল্লাশী কার্যক্রমে নজরদারী বৃদ্ধি করা হয়,গোপন তথ্যের ভিত্তিতে জানা যায় যে, ০৬ মে ২০২৪ তারিখ টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এর দায়িত্বপূর্ণ মেরিন ড্রাইভ সড়ক দিয়ে মোটর সাইকেলযোগে মাদকদ্রব্য কক্সবাজারে পাচার হতে পারে ,আনুমানিক ১১৩০ ঘটিকায় টেকনাফ হতে কক্সবাজারগামী একটি মোটর সাইকেল শীলখালী চেকপোস্টের নিকট আসলে তা তল্লাশীর জন্য থামানো হয়। পরবর্তীতে উক্ত মোটর সাইকেল তল্লাশীকালীন চালকের আচরণ সন্দেহজনক এবং পূর্ব হতেই প্রাপ্ত বর্ণনা অনুযায়ী সন্দেহভাজন মোটর সাইকেল মিলে যাওয়ায় চালককে চেকপোস্টে কর্তব্যরত সৈনিক দ্বারা পুঙ্খানুপুঙ্খভাবে তল্লাশী এবং জিজ্ঞাসাবাদ করা হয়। পরবর্তীতে উক্ত চালকের স্বীকারোক্তিতে মোটর সাইকেলের তেলের ট্যাংকির ভিতরে অভিনব পদ্ধতিতে লুকায়িত অবস্থায় ১০,০০০ (দশ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এছাড়া আটককৃত আসামীর নিকট হতে একটি মোবাইল ফোন ও বাংলাদেশী নগদ ২,০০০/- টাকা জব্দ করা হয়। অবৈধভাবে মাদকদ্রব্য বহনের দায়ে উক্ত মোটর সাইকেলটিও আটক করা হয়। *ধৃত আসামীর নাম ও ঠিকানা নিম্নরুপঃ*
(১) মোঃ নুর (৩৫), পিতা-মৃত হাবিবুল্লাহ, গ্রাম-মৌলভীপাড়া, পোস্ট-টেকনাফ, থানা-টেকনাফ, জেলা-কক্সবাজার।
২। উল্লেখ্য, আটককৃত আসামীকে জব্দকৃত ইয়াবা ট্যাবলেট, মোটর সাইকেল, নগদ টাকা এবং মোবাইল ফোনসহ নিয়মিত মামলার মাধ্যমে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করার কার্যক্রম প্রক্রিয়াধীন।