মো: হাবিব ঠাকুরগাঁও প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই ছেলের মারধরে নাজিম উদ্দীন (৫০) নামে এক বাবার মৃত্যু হয়েছে। এঘটনার পর পলাতক আছে তার দুই ছেলে ও তার স্ত্রী।
সোমবার (১৬ সেপ্টেম্বর) সকালে বালিয়াডাঙ্গী উপজেলার পাড়িয়া ইউনিয়নে পিঁয়াজুপাড়া গ্রামে এ মারধরের ঘটনা ঘটে। মারধোরে নামিজ উদ্দিন গুরুতর আহত হলেও তাকে হাসপাতালে যেতে দেয়নি দুই কুলাঙ্গার সন্তান। পরে এলাকাবাসী সন্ধ্যায় বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক নামিজ উদ্দীনকে মৃত ঘোষণা করেন। নিহত নাজিম উদ্দীন ওই গ্রামের মৃত টেপুর ছেলে।
নিহত নামিজ উদ্দীনের তিন ছেলে, বড় ছেলে আলাল উদ্দীন (২৫) ও সাইফুল ইসলাম (২০) এবং ছোট ছেলে দুলাল।
স্থানীয়রা জানায়, সোমবার সকালে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নাজিম উদ্দীনের দুই ছেলে আলাল উদ্দীন (২৫) ও সাইফুল ইসলাম (২০) তার বাবাকে মাঠে কাজ করা অবস্থায় বাসায় ডেকে এনে মারধর করে। পরে বিকেলে নাজিম উদ্দীন অসুস্থ হয়ে পড়লে স্থানীয় পল্লি চিকিৎসক দিয়ে চিকিৎসা করায়। পরে তার অবস্থার অবনতি হলে সন্ধ্যায় নাজিম উদ্দীনকে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পাড়িয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জিল্লুর রহমান বলেন, দুই ছেলের মারধরে বাবার মৃত্যু হয়েছে। ঘটনাটি শোনার পর পুলিশকে খবর দিয়েছি।
জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক জানান, মৃত অবস্থায় দিনমজুরকে নিয়ে আসে হাসপাতালে। মৃত ঘোষণার পরেই আবার নিয়ে চলে যায়।
নিহত নাজিমের চাচাতো বোন মুক্তা ও চাচি মাসুমা বলেন, নাজিম উদ্দীনকে মারধরের সময় এলাকার কাউকে কাছে যেতে দেয়নি। তার স্ত্রী মেহমান খাইতে গেছিল। সঠিক সময়ে চিকিৎসা হলে হয়ত নাজিম উদ্দীন বেচে যেত।
বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ ফিরোজ কবির জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে