মোঃ আলমগীর হোসেন বিশেষ প্রতিনিধি ময়মনসিংহ।
ময়মনসিংহের তারাকান্দায় ইসলামী ছাত্র আন্দোলনের থানা সম্মেলন শুক্রবার মধুপুর মধুমন কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়।
উক্ত থানা সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ ময়মনসিংহ জেলা শাখার সাবেক সভাপতি মুফতি গোলাম মওলা ভূইয়া।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন,ইসলামী আন্দোলন বাংলাদেশ
তারাকান্দা উপজেলা শাখার সভাপতি শাইখুল হাদিস হযরত মাওলানা মতিউর রহমান, সিনিয়র সহ-সভাপতি শাইখুল হাদিস মাওলানা আজিজুল হক আজাদী, সাধারণ সম্পাদক মাওলানা মুফিজুর রহমান।
ইসলামী ছাত্র আন্দোলন তারাকান্দা উপজেলা শাখার সভাপতি শেখ রওনক আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে আরো বক্তব্য রাখেন, ময়মনসিংহ (উঃ) জেলা শাখার ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি মোহাম্মদ আবু সাঈদ, ইসলামী আন্দোলনের তারাকান্দা শাখার নেতা ক্বারী মোঃ শাহজাহান মুন্সি,মোঃ চাঁন মিয়া,মাওলানা আবুল হাসিম, মুফতি রাশিদুল ইসলাম, মাওলানা আনোয়ার হোসেন প্রমুখ।