1. info@www.crimenews24.tv : Crime News 24 :
সোমবার, ১৯ মে ২০২৫, ০৯:৩৮ অপরাহ্ন

তেঁঁতুলিয়ায় এক প্রকৌশলীর বিরুদ্ধে বিচারের দাবিতে বিক্ষোভ-মানববন্ধন ও গণস্বাক্ষর কর্মসূচি পালন।

প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ২৭ জানুয়ারী, ২০২৫
  • ৮ বার পড়া হয়েছে

মোঃ খাদেমুল ইসলাম, পঞ্চগড় প্রতিনিধি :

পঞ্চগড়ের তেঁঁতুলিয়ায় প্রকৌশলী মাহফুজার রহমান টাট্টুর বিচারের দাবিতে বিক্ষোভ-মানববন্ধন ও গণস্বাক্ষর কর্মসূচি পালন করেছে ভুক্তভোগী এলাকাবাসী।

সোমবার (২৭ জানুয়ারি) দুপুরে উপজেলার চৌরাস্তা বাজারের তেঁতুলিয়া-পঞ্চগড় মহাসড়কে ঘন্টাব্যাপি এ বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেন ভুক্তভোগী পরিবারের সদস্য ও স্থানীয়রা।

মানববন্ধন শেষে ওই প্রকৌশলীর বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল বের করেন তারা। মানববন্ধনে অংশ নেন ৩০-৩৫ জন ভুক্তভোগী।

ইঞ্জিনিয়ার মাহফুজার রহমান টাট্টু তেঁতুলিয়া উপজেলার সদর ইউনিয়নের মমিনপাড়ার বাসিন্দা। তিনি রংপুর জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী হিসেবে কর্মরত রয়েছেন বলে জানা গেছে।

মানববন্ধনে ভুক্তভোগীদের মধ্যে বক্তব্য রাখেন আজিজনগরের নজরুল ইসলাম মিয়া, সাহেবজোতের আবরার হোসেন রকি, আফতাব, রফিকুল ইসলাম মোল্লা, শাহজাহান আলী, শহিদ, খন্দকার ইমরান, শহিদুল ইসলামসহ অনেকে। এছাড়াও ফজলুল হকসহ বেশ কয়েকজন ভুক্তভোগী ইঞ্জিনিয়ার টাট্টুর দ্বারা মামলার মাধ্যমে হয়রানির শিকার হয়েছেন বলে অভিযোগ করেন।

ভুক্তভোগীদের অভিযোগ, জমি দখল ও মামলাবাজ হিসেবে পরিচিত প্রকৌশলী মাহফুজার রহমান টাট্টু। তিনি তেঁতুলিয়া উপজেলার মমিনপাড়া বাসিন্দা। অত্র এলাকার ৩০ থেকে ৪০টি পরিবার রয়েছে তার মামলায় জর্জরিত। এসব পরিবারগুলোর অনেকে ঘর হারা হয়েছে। অনেকে জমি হারিয়েছে। অনেকে তার মামলায় আসামী হয়ে আদালতে হাজিরা দিতে দিতে আর্থিকভাবে পঙ্গু হয়ে পড়েছেন। এমতাবস্থায় একজন সরকারি কর্মকর্তা হয়ে কিভাবে এসব কাজ করছেন। বিষয়টি তদন্তের দাবি এসব ভুক্তভোগীদের। এছাড়া একজন সরকারি কর্মকর্তা হয়ে তার বেতন কত, কত টাকার মালিক সে বিষয়টিও খতিয়ে দেখার দাবি ভুক্তভোগীদের।

ভুক্তভোগী রকি বলেন, ইঞ্জিনিয়ার মাহফুজার রহমান টাট্টু একজন মামলাবাজ। এ এলাকার অনেককে মামলার আসামী করে হয়রানি করে আসছেন। তার বিচারের দাবিতে আমরা এ মানববন্ধনে এসেছি। একই অভিযোগ করেন মিজান, আফতাব ও ফজলুলসহ আরও কয়েকজন ভুক্তভোগী।

ভুক্তভোগী উজ্জল বলেন, তিনি একজন সরকারি কর্মকর্তা। গত তিন বছরে এক থেকে দেড়শো মামলা চলমান আছে। তিনি একই সময়ে কিভাবে অফিসে ও কোর্টে হাজির হন। তিনি আমার ও আমার বিরুদ্ধে মামলা করেছেন। তিনি থানায় মামলা করেছেন, সে মামলায় এসআই তদন্ত করেছেন। সে এস্আই’র বিরুদ্ধে অভিযোগ করেছেন। তিনি মূলত আমাকে ও আমার বাবাকে হয়রানি করার জন্য বিভিন্ন সময় বিভিন্ন মামলা দিয়েছেন। আমরা তার বিচার চাচ্ছি।

ভুক্তভোগী নজরুল ইসলাম মিয়ার অভিযোগ, কয়েক দিন আগে আমার ক্রয়কৃত জমিতে ইঞ্জিনিয়ার মাহফুজার রহমান টাট্টু তার গুন্ডাপান্ডা নিয়ে আমার জমি দখল করতে আসে। জমিটি আমি দীর্ঘ দিন ভোগদখল করে আসছি। আমি যে পরিবারের কাছে জমি ক্রয় করেছি, সে পরিবারের নারী ওয়ারিশের কাছে জমি ক্রয় করি। কিন্তু ইঞ্জিনিয়ার টাট্টু সে জমি দখলের পায়তারা করতে বিভিন্ন জায়গায় অভিযোগ করলেও সেখানে আমি রায় পাই। কিন্তু সে সেটা না মেনে আমার বিরুদ্ধে মামলা করেছে। এ পর্যন্ত সে আমার বিরুদ্ধে ৫টি মামলা করেছে। মামলা চলমান অবস্থাতেই আমার জমি দখল করতে এসে আমাদের উপর হামলা করে। এ ঘটনায় থানায় অভিযোগ দাখিল করেছি। আমি এর উপযুক্ত বিচার চাই। এ ধরণের ব্যক্তির দ্বারা যাতে আরও কোন লোক হয়রানি ও ক্ষতিগ্রস্ত না হয়।

এ বিষয়ে ইঞ্জিনিয়ার মাহফুজার রহমান টাট্ট সাংবাদিকদের মুঠোফোনে বলেন, মূলত জমিটি আমার। দীর্ঘদিন ধরে তারা জমিটি বেদখল করে রেখেছিলেন। আমি আদালতের রায় নিয়ে জমি দখলে গিয়েছি। এখন তারা যদি আমার বিরুদ্ধে মানববন্ধন করে, করতেই পারে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© 𝟐𝟎𝟐𝟐-𝟐𝟎𝟐𝟑 𝐏𝐨𝐢𝐧𝐭 𝐌𝐞𝐝𝐢𝐚 𝐋𝐢𝐦𝐢𝐭𝐞𝐝 𝐀𝐥𝐥 𝐫𝐢𝐠𝐡𝐭𝐬 𝐫𝐞𝐬𝐞𝐫𝐯𝐞𝐝.
𝐃𝐞𝐬𝐢𝐠𝐧 & 𝐃𝐞𝐯𝐞𝐥𝐨𝐩𝐞𝐝 𝐛𝐲: 𝐏𝐨𝐢𝐧𝐭 𝐌𝐞𝐝𝐢𝐚 𝐋𝐢𝐦𝐢𝐭𝐞𝐝