1. info@www.crimenews24.tv : Crime News 24 :
মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫, ০৬:১৯ পূর্বাহ্ন

তেঁতুলিয়ায় বাংলাবান্ধা তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হামলা, ভাংচুর ইউপি চেয়ারম্যানের বাড়িতে আগুন আহত ১৪, পুলিশি হেফাজতে ৭ জন

প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ৮৬ বার পড়া হয়েছে

পঞ্চগড় প্রতিনিধি! খাদেমুল ইসলাম!

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা ইউনিয়নের সিপাইপাড়া বাজারে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়দের সংঘর্ষে ১৪ জন আহত হয়েছেন। সোমবার (১৬ সেপ্টেম্বর) সকালে সিপাহীপাড়া বাজারে ইউনিয়ন পরিষদের সামনে সংঘর্ষের এঘটনাটি ঘটে।
পুলিশ ও বিজিবির যৌথ অভিযানে ঘটনাস্থল থেকে ১। দগরবাড়ী তিরনই এলাকার পিতা মৃত আজগর আলীর ছেলে মোঃ আহসান হাবিব (৩৫),

২।সিপাই পাড়া গ্রামের পিতা জাবেদ আলীর ছেলে রুস্তম মাহমুদ (৩৩),

৩।দগরবাড়ী পিতা আনসার আলীর ছেলে জিয়ারুল,(৩০)

৪।দগরবাড়ী, তিরনই হাট পিতা জফির উদ্দীন ছেলে

.আনিছুর, (৩৫) তেঁতুলিয়া, জেলা- পঞ্চগড় গণকে ০৫টি রামদা সহ আটক করেন
৫।হাকিপুর তিরনই হাট পিতা ইউসুব আলীর ছেলে ৫।.মোঃ পাবেল (২২),

৬।দক্ষিণ কাসেম গঞ্জ পিতা সাইদুর ইসলাম ছেলে মোঃ আঃ রহমান, পঞ্চগড় গণকে আটক করে থানায় নিয়ে আসেন।
এসময় ৫টি রামদা সহ দেশীয় অস্ত্র জব্দ করে পুলিশ ও বিজিবি।
আহত হলো ১৪ জন, মোঃ সোহরাব আলী(৩৬),পিতা- শুকুর আলী,সাং-হুলাসুজোত,পোস্ট- সিপাইপাড়া

২.।আশিক(২৮),পিতা- হযরত, সাং- দগরবাড়ি,পোস্ট-তিরনইহাট,

৩.।আজিজুল (৪৫),পিতা- আকবর, সাং-উত্তর কাশিম গঞ্জ, পোস্ট- তিরনইহাট,
৪.। আরিফ হোসেন (২৩),পিতা- ওবায়দুল,সাং- হাওয়া জোত,পোস্ট- সিপাইপাড়া,
৫।.মোঃ ফরিদুল (৩২),পিতা- মজিবর রহমান, সাং- চিলমারী, থানা- চিলমারী, জেলা- কুড়িগ্রাম,

৬।. মোঃ জাফর আলী (৪৫),পিতা- আঃ রশিদ, সাং- ফুটকিবাড়ি, পোস্ট- সিপাইপাড়া,

৭.। মোঃ হিমেল (৪৯)পিতা- মৃত সুলতান আলী,সাং- পাঙ্গলী ডাঙ্গী, পোস্ট- বাংলাবান্ধা

৮.।মোঃ আইয়ুব আলী,পিতা- মোঃ কছিমুদ্দিন,সাং- হাওয়াজোত, পোস্ট- সিপাইপাড়া, সর্ব থানা- তেঁতুলিয়া, জেলা- পঞ্চগড় গণকে ভর্তি রাখেন।

পরে আহতদের উদ্ধার করে তেতুঁলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। এর মধ্যে কয়েকজন সামান্য আহত হওয়ায় প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন। পরে খবর পেয়ে থানা পুলিশ ও বিজিবি ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে পরিস্থিতি বিবেচনায় ৭ জন স্থানীয় মানুষকে পুলিশি হেফাজতে নেয়া হয়। এর মধ্যে ৩ জনের শারিরিক অসুস্থতার কারণে হাসপাতালে পাঠানো হয়।

স্থানীয়দের অভিযোগ, সোমবার দুপুরে স্থানীয় এক বিএনপি সমর্থক হোটেল ব্যবসায়ীর দোকানে হামলা ও ভাংচুর চালায় উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ইউপি চেয়ারম্যান কুদরত-ই খুদা মিলনের সমর্থকেরা। এসময় বিএনপির সমর্থকরা এগিয়ে গেলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের এই ঘটনাটি ঘটে। এতে উভয় পক্ষের প্রায় ১৪ জন আহত হয়। এক পর্যায়ে বিক্ষুব্ধ আন্দোলনকারীরা ক্ষিপ্ত হয়ে চেয়ারম্যানের বাড়িতে আগুন লাগিয়ে দেয়। এসময় ইউপি চেয়ারম্যানের বাড়ির আবসাবপত্র সহ অন্যান্য সরঞ্জামাদি ক্ষতিগ্রস্থ হয় বলে জানা গেছে। এদিকে ঘটনার পর থেকে পুলিশ ও বিজিবির তৎপরতায় পরিস্থিতি স্বাভাবিক ও শান্ত রয়েছে বলে জানা গেছে।

বাংলাবান্ধা ইউনিয়ন বিএনপির সদস্য সচিব রাশেদ আলী সরকার বলেন, মিলন চেয়ারম্যানের ভাড়াটে লোকজন দুপুরে সিপাই পাড়া বাজারে শোডাউন দিয়ে বেড়াচ্ছিল। এক পর্যায়ে তারা আমাদের লোকজনের উপরে হামলা করেছে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন। তারা এখন হাসপাতালে কাতরাচ্ছেন।

বাংলাবান্ধা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কুদরত ই খুদা মিলন বলেন, তারা আমার বাড়িতে হামলা করে ভাংচুর ও ঘর থেকে ১ লাখ ৬০ হাজার টাকা, ৮ ভরি স্বর্ণ লুটপাট করে। তারা আমার ব্যবহৃত গাড়িতে, একটি ট্রাক্টরে ও বাড়িতে আগুন ধরিয়ে দেয়। বাড়ির ফ্রিজ, আলমারি সহ বিভিন্ন মালামাল সব কিছুই পুড়ে গেছে। কোন কিছুই বাঁচাতে পারিনি।

তেতুঁলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজয় কুমার রায় বলেন, হামলার খবর শুনে পুলিশ ও বিজিবি ঘটনাস্থলে ছুটে যায়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনা হয়। এখন সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। প্রাথমিকভাবে ৭ জনকে পুলিশি হেফাজতে নেয়া হয়েছে। এঘটনায় কোন অভিযোগ হলে বা কেউ মামলা করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© 𝟐𝟎𝟐𝟐-𝟐𝟎𝟐𝟑 𝐏𝐨𝐢𝐧𝐭 𝐌𝐞𝐝𝐢𝐚 𝐋𝐢𝐦𝐢𝐭𝐞𝐝 𝐀𝐥𝐥 𝐫𝐢𝐠𝐡𝐭𝐬 𝐫𝐞𝐬𝐞𝐫𝐯𝐞𝐝.
𝐃𝐞𝐬𝐢𝐠𝐧 & 𝐃𝐞𝐯𝐞𝐥𝐨𝐩𝐞𝐝 𝐛𝐲: 𝐏𝐨𝐢𝐧𝐭 𝐌𝐞𝐝𝐢𝐚 𝐋𝐢𝐦𝐢𝐭𝐞𝐝