রনজিৎ সরকার রাজ বীরগঞ্জ দিনাজপুর প্রতিনিধি: বীরগঞ্জের ঢাকা টু পঞ্চগড় মহাসড়কে ১৮ জুন মঙ্গলবার বিকাল ৪ টায় দলুয়া পাওয়ার স্টেশনের সামনে পঞ্চগড় থেকে রংপুরগামী এইচ.এ প্লাস পরিবহন (ঢাকা মেট্রো-ব ১৩-২১৪০) বাসের চাপায় ভ্যান যাত্রী নিহত ২জন, তারা হলেন বীরগঞ্জ উপজেলার প্রাণ নগর এলাকার মোঃ মাহাবুব ইসলামের স্ত্রী মোছাঃ খাইরুন্নাহার(২৩) এবং পুত্র আবুজার (৬মাস)। আহত ৪জন তারা হলেন, প্রাণ নগর এলাকার মোঃ মাহাবুব(৩০), ভ্যান চালক মোঃ সাকিব(২৪), মোছাঃ আছিম(৫), মোছাঃ সাদিয়া(১৫)। তাৎক্ষণিক উদ্ধার বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মৃত ব্যক্তিদের পরিবারের মাঝে লাশ হস্তান্তর করা হয়েছে। বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মুজিবুর রহমান বলেন, বাস দুর্ঘটনায় দুজন মারা গেছেন। ঘটনার পর বাসের ড্রাইভারকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।