জহিরুল ইসলাম টাঙ্গাইল সদর উপজেলা প্রতিনিধি।
সারা দিনের কাঁঠ ফাঁটা রোদ গেলেও সন্ধার পর থেকে আকাশ মেঘাচ্ছন্ন দেখা যায়।
অবশেষে বৃষ্টি র দেখা মিললো।
হাল্কা শিলা বৃষ্টি ও হয়েছে কিছু কিছু অঞ্চলে সাথে বজ্রপাত।
গ্রীম্মের এই দীর্ঘ তাওপো দাহের অবসান ঘটিয়ে বৃষ্টির দেখা মিললো,,,,,।
গত কয়েক দিন তীব্র গরম ও তাপমাত্রা কিছু টা হলেও হ্রাস পাবে এই বৃষ্টির ফলে। রোদের তীব্রতায় জ্বলে যাওয়া প্রকৃতি ফিরে পাবে প্রশান্তি।
কাঁঠফাঁটা রোদে জনজীবন দূরবিস্তৃত হয়ে পড়ে গিয় ছিল।
বৃষ্টির ফলে কিছু টা হলেও সস্তীর নিশ্বাস ছাড়বে।
রাস্তা ঘাটের ধুলাবাসি থেকে কিছু টা হলেও নিস্তার মিলবে।