রাজশাহী প্রতিবেদক
দুর্গাপুরে ফার্নিচার ব্যবসায়ী জিহাদের পাউনা টাকা চাইতে গিয়ে রাজীবের সাথে দ্বন্দ্ব।
মোঃ জিহাদ আলী, পিতা মৃত ইচ্ছা হক, গ্রাম: জয়কৃষ্ণ পুর, থানা: দূর্গাপুর; জেলা: রাজশাহী। জয়কৃষপুর গ্রামের চেতনার মোড় এ ফার্নিচারের দোকান। এই দোকানের বয়স প্রায় ৪ বছর এখানে খাট, টেবিল, সোকেচ, চেয়ার, ড্রেসিং টেবিল মিস্ত্রি দিয়ে তৈরি করে বিক্রয় করে।
মোঃ জিহাদ আলী বলেন ” মোঃ রাজিব, পিতা: মৃত রান্টু, মোল্লা পাড়া বাচেরের মুড় এই ব্যক্তি দুইটা খাট, ডাইনিং টেবিল, টি টেবিল এগুলো বাকি তে নিয়ে যায়। পরবর্তীতে চাইতে গেলে বিভিন্ন বিভিন্ন হুমকি দেই, ভয় ভীতি দেখায় ও দলের প্রভাব খাটায়। দুই মাস আগে নিরীহ ভাবে তার কাছে টাকা চাইলে সে টাকা দিতে চাই আর বাচারের মুড়ে ডাকে আমি যায় পরে সে টাকা দেইনা বাকবিতণ্ডতার পর সে এক পর্যায়ে আমাকে ধাক্কা মারে। উক্ত ঘটনাই উপস্থিত মোঃ তাজিম ও আরো অনেকেই দেখেছে “।
মো: তাজিম কে জিজ্ঞেস করলে তিনি বলেন ” মাস দুই আড়াই আগে জিহাদ কে টাকা নিতে যেতে বলেছে কি না আমি জানিনা তবে জিহাদ যা হোন্ডারেই আছিলো ই যা টাকার কথা বলার পরেই ঘপ করে ধরার পরেই বুকের উপরে থাবা মারে , তার পর শুনলাম কিসের জন্যে মারলো এটা টাকা পাচ্ছিলো টাকা চেয়েছে তাই মেরেছে “।