1. info@www.crimenews24.tv : Crime News 24 :
মঙ্গলবার, ২০ মে ২০২৫, ১১:১১ পূর্বাহ্ন

দেশসেরা প্রতিষ্ঠান আমবাটি বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ে জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত।

প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪
  • ১২ বার পড়া হয়েছে

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর ধামইরহাটে দেশ সেরা প্রতিষ্ঠান আমবাটি বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ে ৩৩ তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও ২৬ তম জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত হয়েছে। ৩ ডিসেম্বর পত্নীতলার আমবাটি বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের আয়োজনে ও কারিতাসের টিসিআরপি’র সহযোগিতায় দিবস উপলক্ষে একটি র‌্যালী বের করা হয়। র‌্যালী শেষে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আঁখি আকতারের সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ে প্রতিষ্ঠাতা রিজওয়ানুর রহমান রেজা, বিশেষ অতিথির বক্তব্য রাখেন সমাজসেবা অফিসের প্রতিনিধি মাজেদুল ইসলাম, মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রতিনিধি রাবেয়া খাতুন, কারিতাসের আঞ্চলিক এনিসেটর লিনা বিশ্বাস ও থিউফিন সলোমান হাসদা, কারিতাসের প্রোগ্রাম ম্যানেজার মি. প্রশান্ত কেরকাটা, নজিপুর প্রেস ক্লাবের সভাপতি ফরহাদ হোসেন, সহ-সভাপতি টিপু সুলতান, সাংবাদিক আবু মুছা স্বপন প্রমুখ।
বিদ্যালয় ২০১৫ সালে প্রতিষ্ঠার পর থেকে অবকাঠামো উন্নয়ন, বিদ্যালয়ে প্রচুর শিক্ষার্থী ও সার্বিক মানোন্নয়নে ২০২৩ সালে দেশের একমাত্র সনামধন্য প্রতিষ্ঠানের স্বীকৃতি লাভ করে। ধামইরহাট উপজেলার আড়ানগর ও পাটিচরা ইউনিয়নের সহ বিভিন্ন ইউনিয়নের প্রতিবন্ধী শিক্ষার্থীদের লেখাপড়া, তাদের সুবর্ণ নাগরিক কার্ড ও শতভাগ ভাতা প্রদানে সমাজসেবা অধিদপ্তর বিদ্যালয় কর্তৃক সহযোগিতা করায় অভিভাবকগণ অত্যধিক সন্তুষ্টি প্রকাশ করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© 𝟐𝟎𝟐𝟐-𝟐𝟎𝟐𝟑 𝐏𝐨𝐢𝐧𝐭 𝐌𝐞𝐝𝐢𝐚 𝐋𝐢𝐦𝐢𝐭𝐞𝐝 𝐀𝐥𝐥 𝐫𝐢𝐠𝐡𝐭𝐬 𝐫𝐞𝐬𝐞𝐫𝐯𝐞𝐝.
𝐃𝐞𝐬𝐢𝐠𝐧 & 𝐃𝐞𝐯𝐞𝐥𝐨𝐩𝐞𝐝 𝐛𝐲: 𝐏𝐨𝐢𝐧𝐭 𝐌𝐞𝐝𝐢𝐚 𝐋𝐢𝐦𝐢𝐭𝐞𝐝