ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠির কাঠালিয়ায় দেশের বর্তমান পরিস্থিতিতে শান্তি শৃঙ্খলা স্বাভাবিক রাখতে কেন্দ্রীয় বিএনপি নেতার জরুরী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার দুপুরে কাঠালিয়া উপজেলা পরিষদ অডিটরিয়ামে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় কেন্দ্রীয় বিএনপি’র ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ রফিকুল ইসলাম জামাল প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ সময় তিনি ধৈর্য্যরে সাথে বর্তমান পরিস্থিতি মোকাবেলা করা ও আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের প্রতি অনুরোধ জানান।
বিএনপি নেতা রফিকুল ইসলাম জামাল কাঠালিয়া-রাজাপুর আসনের আলোচিত সাবেক সংসদ সদস্য ব্যারিষ্ট্যার এম শাহজাহান ওমর বীর উত্তমকে উদ্দেশ্যে করে বলেন-“বেইমান মুনাফিকদের বিএনপিতে কোন স্থান হবে না। তার সাথে বিএনপির যারা আওয়ামী লীগের পাতানো নির্বাচনে সহযোগিতা করেছেন তাদেরও দলে স্থান হবে না”।
সভায় উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো. জালালুর রহমান আকন সভাপতিত্ব করেন। এ সময় বক্তব্য রাখেন ঝালকাঠি জেলা বিএনপির আহবায়ক এডভোকেট মো. সৈয়দ হোসেন, জেলা বিএনপির সদস্য সচিব এডভোকেট শাহাদাত হোসেন, জেলা আইনজীবি সমিতির সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সদস্য এডভোকেট মো. মাহেব হোসেন, সদস্য এডভোকেট মো. মিজানুর রহমান মুবিন, ঝালকাঠি পৌর বিএনপির সভাপতি এডভোকেট মো. নাসিমুল আলম, ঝালকাঠি জেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক মো. রবিউল হোসেন তুহিন, সদস্য সচিব আনিচুর রহমান খান তাপু, ঝালকাঠি জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. গিয়াস সরদার দিপু প্রমূখ।
অনুষ্ঠানে উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। কাঠালিয়া উপজেলা বিএনপির উদ্যোগে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
এইচ এম নাসির উদ্দিন
ঝালকাঠি প্রতিনিধি
০১৭১৩৯৬৩৬৭৫