1. info@www.crimenews24.tv : Crime News 24 :
সোমবার, ৩০ জুন ২০২৫, ০৮:১১ পূর্বাহ্ন

ধ*র্ষ*ণের সর্বোচ্চ শা*স্তির দা*বিতে চট্টগ্রামের সেচ্ছাসেবীদের বি*ক্ষোভ মিছিল ও মানববন্ধন

প্রতিনিধি
  • প্রকাশিত: শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫
  • ১৮ বার পড়া হয়েছে

মোহাম্মদ আতিক উল্লাহ চৌধুরী, চট্টগ্রাম প্রতিনিধি।

সম্প্রতি সারা দেশে ধ*র্ষ*ণের ঘটনা বেড়ে যাওয়ায় এর তী*ব্র নি*ন্দা ও প্র*তিবাদ জানিয়ে ধ*র্ষ*কদের দ্রুততম সময়ের মধ্যে শা*স্তির দাবিতে হাটহাজারীতে চট্টগ্রামের বেশকিছু সামাজিক ও মানবিক সেচ্ছাসেবী সংগঠন এর যৌথ উদ্যোগে বি*ক্ষোভ মিছিল এবং মা*নববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

শুক্রবার (১৪ মার্চ) দুপুরে হাটহাজারীর ইমাম শেরে বাংলা রহঃ মাজার গেইট থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে হাটহাজারীর বাসস্ট্যান্ড চত্বরে এসে সমাপ্তি হয় পরে হোটেল আল জামান এর সামনে নারী ও শিশু যৌ*ন নি*পী*ড়নবিরো*ধী মানববন্ধন কর্মসূচির আয়োজন করে। মানববন্ধনে অংশ নেন চট্টগ্রামের সামাজিক ও মানবিক সেচ্ছাসেবী সংগঠন গুলো।

এতে বক্তব্য রাখেন ফতেপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব শাহ আলম, শাহ আনোয়ার রহ. ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা জনাব লায়ন ডা. হাফিজুর রহমান, কেয়ার পার্ক হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক নাছির উদ্দিন রুবেল, মানবতার কল্যাণে আমরা সংগঠনের উপদেষ্টা জনাব গাজী মোহাম্মদ মাঈনুদ্দীন, জনাব মোহাম্মদ শাকিল, জনাব মোহাম্মদ এস, এম, সাজ্জাদ সহ সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি চৌধুরী মোহাম্মদ জামান , এক টাকায় বস্ত্র সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি জনাব মোহাম্মদ খুরশেদ, হাফেজ জিন্নাহ ব্লাড ডোনার্স এর প্রতিষ্ঠাতা সভাপতি জনাব মোহাম্মদ ওসমান গণি, সেনানী ব্লা*ড ডোনার্স এসোসিয়নের কেন্দ্রীয় উপদেষ্টা জনাব মোহাম্মদ সাহেদুল আলম ও সাধারণ সম্পাদক মুহাম্মদ সাহেদুল ইসলাম মুন্না ও আরো উপস্থিত ছিলেন চট্টগ্রামের সেচ্ছাসেবী সংগঠন গুলোর নেতৃত্ব বৃন্দ গন।

বক্তারা বলেন, আমার সোনার বাংলায় কোন ধ*র্ষ*কদের ঠাঁই হবে না। তাদের একমাত্র শা*স্তি প্রকাশ্যে মৃ*তুদ*ণ্ড। যেন এমন কাজ করার সাহস কেউ না পায়। দেশব্যাপী নারীদের বিরু*দ্ধে স*হিং*সতা, নি*পীড়ন, ধ*র্ষণ, অনলাইনে হেন*স্থা এবং বি*চারহীনতার বিষয় তুলে ধরা হয়। বক্তারা আরো বলেন ধর্ষণ আজ সমাজের জন্য মারাত্ম*ক ব্যাধি হিসেবে আবির্ভূত হয়েছে। একের পর এক ঘটনা ঘটছে, কিন্তু অ*পরা*ধীরা শা*স্তির আওতায় আসছে না। ধ*র্ষ*কদের প্রকাশ্যে সর্বোচ্চ শা*স্তি কার্যকর করতে হবে, যাতে ভবিষ্যতে কেউ এ ধরনের অ*পরাধ করার দুঃ*সাহস না দেখায়। পাশাপাশি, শাহবাগে পুলিশের ওপর হা*মলা দেশের আইন-শৃঙ্খলার ওপর চরম আ*ঘা*ত। হা*মলাকারীদের দ্রুত গ্রে*ফতার করে দৃষ্টান্তমূলক শা*স্তির ব্যবস্থা করতে হবে।

উত্তর চট্টগ্রামের স্বেচ্ছাসেবী, মানবিক ও রক্তদাতা সংগঠনের ব্যানারের এই মানববন্ধন টি বাস্তবায়ন হয়, প্রোগ্রামে বক্তারা মানবতার কল্যাণে আমরা ও হাফেজ জিন্নাহ ব্লা*ড ডোনার্স এবং সেনানী ব্লা*ড ডোনার্স এসোসিয়েন কে সহ সকল সংগঠন কে ধন্যবাদ জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© 𝟐𝟎𝟐𝟐-𝟐𝟎𝟐𝟑 𝐏𝐨𝐢𝐧𝐭 𝐌𝐞𝐝𝐢𝐚 𝐋𝐢𝐦𝐢𝐭𝐞𝐝 𝐀𝐥𝐥 𝐫𝐢𝐠𝐡𝐭𝐬 𝐫𝐞𝐬𝐞𝐫𝐯𝐞𝐝.
𝐃𝐞𝐬𝐢𝐠𝐧 & 𝐃𝐞𝐯𝐞𝐥𝐨𝐩𝐞𝐝 𝐛𝐲: 𝐏𝐨𝐢𝐧𝐭 𝐌𝐞𝐝𝐢𝐚 𝐋𝐢𝐦𝐢𝐭𝐞𝐝