1. info@www.crimenews24.tv : Crime News 24 :
মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ০২:৪০ পূর্বাহ্ন

ধামইরহাটে বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদদের স্মরনে স্মরণসভা।

প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪
  • ১২ বার পড়া হয়েছে

মোঃ নুর সাইদ ইসলাম ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর ধামইরহাট সরকারি এমএম ডিগ্রী কলেজের উদ্যোগে, ‘শহিদ বায়েজিদ বোস্তামিসহ বৈষম্য বিরোধী আন্দোলনে শহিদ ও আহতদের স্মরণে’ স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। ৩০ নভেম্বর দুপুরে কলেজের সম্মেলন কক্ষে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের নব নিযুক্ত অধ্যক্ষ প্রফেসর মো. জাহাঙ্গীর আলম। অনুষ্ঠানে বক্তব্য রাখেন কলেজের সহকারি অধ্যাপক মোশফেকা খানম, প্রভাষক শামীমুল হাসান, নওশাদ হোসেন হ্যাপী, এম এ হোসাইন, সঞ্চালক হারুন আল রশীদ, শহীদ বায়েজিদ বোস্তামির মা রেনুয়ারা বেগম, বোন উম্মে সালমা, ছাত্র প্রতিনিধি আলমগীর হোসেন আরাফ, মোঃ রিফাতুল হাসান চৌধুরি সৈকত, সাজিদ বিল্লাহ, মোঃ ফয়সল আহমেদ, সৌধ সরকারসহ স্থানীয় গনমাধ্যমকর্মী ও কলেজের বিভিন্ন শিক্ষক-শিক্ষার্থী ও সুধীজন উপস্থিত ছিলেন।
সভায় অধ্যক্ষ প্রফেসর মো. জাহাঙ্গীর আলম বলেন, ‘২০২৪ বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলন দেশবাসীকে বৈষম্য ও ফ্যাসিবাদের জিঞ্জির থেকে মুক্ত করেছে। এই লড়াই সংগ্রামে ধামইরহাট সরকারি এমএম ডিগ্রী কলেজের প্রাক্তান শিক্ষার্থী বায়েজিদ বোস্তামিসহ সকল শহিদ ও আহতদের পরিবারকে যথাযথ মর্যাদা, পুনর্বাসন ও দোষিদের দ্রুত বিচার নিশ্চিত করতে হবে। এ সময় তিনি শহীদ বায়েজিদ বোস্তামির মা ও বোনকে আর্থিক সহযোগিতা প্রদান করেন এবং তাদের পরিবারের সহযোগিতার আশ্বাস প্রদান করেন। সবশেষে শহিদ এবং আহতদের জন্য বিশেষ ও দোয়া মোনাজাত করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© 𝟐𝟎𝟐𝟐-𝟐𝟎𝟐𝟑 𝐏𝐨𝐢𝐧𝐭 𝐌𝐞𝐝𝐢𝐚 𝐋𝐢𝐦𝐢𝐭𝐞𝐝 𝐀𝐥𝐥 𝐫𝐢𝐠𝐡𝐭𝐬 𝐫𝐞𝐬𝐞𝐫𝐯𝐞𝐝.
𝐃𝐞𝐬𝐢𝐠𝐧 & 𝐃𝐞𝐯𝐞𝐥𝐨𝐩𝐞𝐝 𝐛𝐲: 𝐏𝐨𝐢𝐧𝐭 𝐌𝐞𝐝𝐢𝐚 𝐋𝐢𝐦𝐢𝐭𝐞𝐝