মোঃ রমজান হোসেন মহাদেবপুর উপজেলা,নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁর মহাদেবপুর উপজেলার শিকারপুর গ্রামে প্রায় দুই বিঘা জমিতে বিদেশী ফল ড্রাগন চাষ করে সফল হয়েছেন তরুণ উদ্যোক্তা মেহেদী হাসান রনি। তিনি ৩ বছর আগে স্হানীয় কৃষি বিভাগের পরামর্শে ৮ লক্ষ টাকা ব্যয় করে ড্রাগন চাষ শুরু করেন। ১৩ মাস পরেই তার গাছে ফুল ও ফল আসা শুরু হয়। প্রথম ধাপে তিনি ৬ লক্ষ টাকার ফল বিক্রি করেন। বর্তমানে গাছে যে ফল রয়েছে তা থেকে ৮ লক্ষ টাকা দামে বিক্রি করতে পারবে বলে আশা করছেন তিনি। তার বাগানে কাজ করে কর্মসংস্থানের সুযোগও হয়েছে অনেকের।
স্হানীয় কৃষি বিভাগ বলছেন, ভালো ভাবে ড্রাগন ফল চাষ করতে পারলে অন্য ফসল চাষের চাইতে অনেক লাভজনক হবে।