মুহাম্মদ নাছির উদ্দীন লোহাগাড়া চট্টগ্রাম :-
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আধুনগর ইউনিয়নের সর্দানি পাড়া-গারাঙ্গীয়া সড়ক একটি জনগুরুত্বপুর্ণ সড়ক। সড়ক দিয়ে শত শত শিক্ষার্থীসহ নানা শ্রেনির মানুষ ও গাড়ি যাতায়াত করে থাকে। টানা বৃষ্টির পানির অতিরিক্ত স্রোত বৃদ্ধি পাওয়ার কারণে আধুনগর হয়ে সড়কের সর্দানি পাড়া এনাম সওদাগরের দোকানের উত্তর পার্শ্বের বেশির ভাগ অংশ ভেঙ্গে গেছে। যার ফলে সড়ক দিয়ে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।
সরেজমিন পরিদর্শনে গিয়ে
জানা গেছে, ডলু খালের তীব্র স্রোতের কারণে সড়কটি ভেঙ্গে যাওয়ায় এলাকার সাধারণ জনগণ চরম ভোগান্তিতে পড়ছে । সড়কের বাকি অংশ ভেঙ্গে গেলে খালের পানি বাড়িঘরসহ পুকুর ডুবে যাবে। এমনকি ঘরবাড়িও বিলীন হওয়ার সম্ভাবনা রয়েছে।
উক্ত এলাকার বাসিন্দা তরুণ সমাজ সেবক ও লোহাগাড়া সাউন্ড হেলথ্ হাসপাতালের সহকারী ম্যানেজার সার্ভিস জনাব তফসির উদ্দিন উক্ত প্রতিবেদক কে বলেন
গত বছরে ভারি বর্ষণে এ সড়কটির কিছু অংশ ভেঙ্গে গিয়েছিল। সড়কটি সংস্কার করলেও সেটি বেশিদিন টেকসই হয়নি। এবারে টানা তিনদিন ধরে অতিরিক্ত বৃষ্টির পানিতে ডলু খালের তীব্র স্রোতের কারণে সড়কটির বেশ কিছু অংশ ভেঙ্গে গেছে। বাকি অংশটুকু ভেঙ্গে গেলে আমাদের এলাকার ঘরবাড়ি বিলীন হয়ে যাবে।দ্রুত সড়কটি সংস্কারের জন্য সংশ্লিষ্ঠ কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি।