মোঃ তালাত মাহামুদ বিশেষ প্রতিনিধি।
নরসিংদির রায়পুরা উপজেলার অলিপুরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলী আহমদ দুলুকে অপহরন করে বেদম মারধর করে নগদ টাকা, হরেক ব্যাংকের চেক,ও খালি ষ্ট্যাম্পে স্বাক্ষর করিয়ে নেয় অপহরণকারীরা। অভিযোগনুযায়ী সিনতাইকারিদের কথোপকথনের বুঝেছিলেন এল এ শাখা থেকে অধিগ্রহনের টাকা উত্তলনের( ঘুষের টাকা বা কমিশনের টাকা) না দেওয়ায় দালার চক্রের একটি মহলকে লেলিয়ে দেয় এল এ শাখার অসাধু কর্মকর্তার সম্পৃক্তা রয়েছে।মূলত এল এ শাখার নির্দিষ্ট অংকের কমিশন না দেওয়ার কারণার্থে, সাবেক চেয়ারম্যান আলী আহমদ দুলুর অর্থ ও জিবনের উপর চরম ভাবে আঘাত হানে, হাসপাতালের বেইডে মৃত্যুর প্রহর গুনছে মুরুব্বি আলী আহমদ দুলু।
স্হানীয়ভাবে অভিযোগ উঠে যে এল এ শাখার নাঈম মিয়ার বদলীর পর পরই দালালদের সক্রিয় বেশী দেখা যাচ্ছে। নতুন নতুন কর্তাদের যাওয়া-আসায় অফিসিয়াল সিষ্টেম টাও হযবরল ও লুটের সুরঙ্গ বানিয়েছে। হযবরল-এর ও সুরঙ্গের বিড়াল টাকে সনাক্ত করতে, নাম উল্লেখ না করে একটি মামলা দায়ের করা হয়েছে।
বিস্তারিত:নিউজে আসছে ।