1. info@www.crimenews24.tv : Crime News 24 :
সোমবার, ১৯ মে ২০২৫, ০৯:১৯ অপরাহ্ন

নিউইয়র্কে জয় কমালার,অন্যদিকে টেক্সাসে বিজয়ী ট্রাম্প।

প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ৬ নভেম্বর, ২০২৪
  • ২৫ বার পড়া হয়েছে

 

আন্তর্জাতিক ডেস্ক:

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ শেষে এখন চলছে ভোটগণনা। এর আগে মঙ্গলবার যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সকাল থেকে শুরু হয় মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন।

সর্বশেষ ফলাফলের আপডেট অনুযায়ী নিউইয়র্কে জয়ী হয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী কমালা হ্যারিস। অন্যদিকে টেক্সাসে জয় পেয়েছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প।

মূলত জনসংখ্যার দিক থেকে বড় কয়েকটি অঙ্গরাজ্য থেকে পাওয়া ফলাফলে এখনও কোনও অপ্রত্যাশিত ফল পাওয়া যায়নি।

সংবাদমাধ্যম ভয়েস অব আমেরিকা বলছে, ডেমোক্র্যাট প্রার্থী ও বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমালা হ্যারিস নিউইয়র্কে জয়ী হয়েছেন। এর আগে তাকে ইলিনয়, নিউ জার্সি, মেরিল্যান্ড, ম্যাসাচুসেটস, রোড আইল্যান্ড, ডেলাওয়ার এবং কানেটিকাট ও ভারমন্ট অঙ্গরাজ্যে জয়ী ঘোষণা করা হয়েছে।

অন্যদিকে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প টেক্সাস, ওহাইও, নর্থ ডাকোটা, সাউথ ডাকোটা, লুইজিয়ানা, মন্টানা, মিসৌরি, ইউটাহ এবং ওয়াইওমিং-এ জয়ী ঘোষণা করা হয়েছে। এর আগে তাকে ফ্লোরিডা, আলাবামা, মিসিসিপি, টেনেসি, সাউথ ক্যারোলাইনা, আরকানসাস, ওকলাহোমা, কেন্টাকি, ইন্ডিয়ানা এবং ওয়েস্ট ভার্জিনিয়ায় জয়ী ঘোষণা করা হয়।

মার্কিন এই সংবাদমাধ্যমটি বলছে, ভোট গণনার শুরু দিকের এই ফলাফলের পর ট্রাম্প এখন পর্যন্ত ১৯৮টি এবং হ্যারিস ৯৯টি ইলেক্টরাল ভোট পেয়েছেন। মূলত এখন পর্যন্ত ফলাফলে কোনও অঘটন ঘটেনি। এই অঙ্গরাজ্যেগুলোতে যা ফলাফল দেখা যাচ্ছে, ফল সেরকম হবে বলে আগেই ধারণা করা হয়েছিল।

অন্যদিকে বিবিসি বলছে, ট্রাম্প এখন পর্যন্ত ১৭৮টি এবং হ্যারিস ৮১টি ইলেক্টরাল ভোট পেয়েছেন।

মূলত এবারের প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের জন্য বড় পুরষ্কার হয়ে এসেছে ফ্লোরিডা। কারণ ইলেক্টরাল ভোটের হিসেবে ফ্লোরিডা যুক্তরাষ্ট্রের মধ্যে তৃতীয় বৃহত্তম। ক্যালিফোর্নিয়ার ৫৪ আর টেক্সাসের ৩৮ এর পরেই রয়েছে ফ্লোরিডার ৩০টি ইলেক্টরাল ভোট।

তবে মঙ্গলবারের নির্বাচনে ফ্লোরিডায় ট্রাম্পের বিজয় আশ্চর্যজনক কিছু ছিল না। গত এক দশক ধরেই এই অঙ্গরাজ্য রিপাবলিকানদের দখলে রয়েছে। ১২ বছর আগে ২০১২ সালে বারাক ওবামাই সর্বশেষ ডেমোক্র্যাট প্রার্থী হিসেবে ফ্লোরিডায় নির্বাচনে জয়লাভ করেছিলেন।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্য এবং ডিসট্রিক্ট অব কলাম্বিয়ায় মোট ৫৩৮ ইলেক্টরাল ভোট আছে এবং এর মধ্যে যে প্রার্থী ২৭০টি ইলেক্টরাল ভোট পাবেন তিনি নির্বাচিত বলে গণ্য হবেন। তবে গত এক বছরের জনমত জরিপ এবং অতীত নির্বাচনের আলোকে ৪৩টি অঙ্গরাজ্যের ফলাফল কী হবে তা মোটামুটি নিশ্চিত হয়ে আছে।

আর সাতটি অঙ্গরাজ্যে— জর্জিয়া, উইসকনসিন, মিশিগান, পেন্সিলভানিয়া, অ্যারিজনা, নেভাদা আর নর্থ ক্যারলাইনায় কে জিতবে, তা নিশ্চিত ছিল না। এই রাজ্যেগুলোকে ‘সুইং স্টেট’ বলা হয় এবং সেখানে মোট ৯৩টি ইলেক্টরাল ভোট আছে।

অতএব, একজন প্রার্থীকে নির্বাচনে জয়ের জন্য এই সাতটি সুইং স্টেটের অন্তত চারটিতে জয়লাভ করতে হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© 𝟐𝟎𝟐𝟐-𝟐𝟎𝟐𝟑 𝐏𝐨𝐢𝐧𝐭 𝐌𝐞𝐝𝐢𝐚 𝐋𝐢𝐦𝐢𝐭𝐞𝐝 𝐀𝐥𝐥 𝐫𝐢𝐠𝐡𝐭𝐬 𝐫𝐞𝐬𝐞𝐫𝐯𝐞𝐝.
𝐃𝐞𝐬𝐢𝐠𝐧 & 𝐃𝐞𝐯𝐞𝐥𝐨𝐩𝐞𝐝 𝐛𝐲: 𝐏𝐨𝐢𝐧𝐭 𝐌𝐞𝐝𝐢𝐚 𝐋𝐢𝐦𝐢𝐭𝐞𝐝