1. info@www.crimenews24.tv : Crime News 24 :
মঙ্গলবার, ২০ মে ২০২৫, ০১:২৭ পূর্বাহ্ন

পটুয়াখালীতে গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় নেতা ‘নিখোঁজ

প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৯ বার পড়া হয়েছে

 

স্টাফ রিপোর্টার: খালিদ বিন শওকত:

পটুয়াখালীতে গণঅধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির মুক্তিযোদ্ধা ও স্বাধীনতা বিষয়ক সহসম্পাদক নিখোঁজের খবর এসেছে।

শুক্রবার সকালে তার বড় ভাই এ বিষয়ে লিখিত অভিযোগ দিয়েছেন বলে কলাপাড়া থানার ওসি মো. জুয়েল ইসলাম জানান।

নিখোঁজ মো. রবিউল আউয়াল অন্তর (৩০) জেলার কলাপাড়া উপজেলার লোন্দা গ্রামের মো. সোলাইমান মৃধার ছেলে।

এ ঘটনায় অন্তরের বড় ভাই তুষার আল মামুন পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের পাঁচ কর্মকর্তা ও স্থানীয় একজনের নাম উল্লেখ করেছেন তার অভিযোগে।

তারা হলেন, জার্জিস তালুকদার, মো. শাহআলম মাওলা হেলাল, মো. জিকো, মো. শহিদুল ভূঁইয়া, মো. রেজোয়ান, শাহিন মৃধা। তাদের মধ্যে শাহিন মৃধা ছাড়া সবাই ওই বিদ্যুৎকেন্দ্রের কর্মকর্তা।

অভিযোগে দাবি করা হয়, বৃহস্পতিবার মধ্যরাত থেকে রবিউল আউয়াল অন্তর নিখোঁজ রয়েছেন।

অভিযোগের নথি থেকে জানা যায়, বৃহস্পতিবার রাতে কলাপাড়া পৌর শহরের ব্যবসা প্রতিষ্ঠান থেকে নিজের মোটরসাইকেলে বাড়ির উদ্দেশে রওনা হয়ে নিখোঁজ হন অন্তর।

অন্তরের মোটরসাইকেলটি কলাপাড়া-পটুয়াখালী মহাসড়কের পায়রা বন্দরের চার ও তাপবিদ্যুৎ কেন্দ্রের ছয় লেন সড়কের মাঝামাঝি রজপাড়া মাদ্রাসা সংলগ্ন মহাসড়ক থেকে উদ্ধার করে পুলিশ। এর একটু দূর থেকে তার ব্যবহৃত হেলমেটও উদ্ধার করা হয়।

লিখিত অভিযোগে তুষার আল মামুন বলেন, “আমার ছোটভাই মো. রবিউল আউয়াল অন্তর বৃহস্পতিবার রাত ১০টা ৪৫ মিনিটের দিকে কলাপাড়া পৌর শহরের মহিলা কলেজ রোড এলাকার নিজস্ব ব্যবসাপ্রতিষ্ঠান ডিজিটাল প্রিন্টিং প্রেস ‘গ্রাফিক্স ওয়ার্ল্ড’ থেকে নিজের বাইকে বাড়ি ফিরছিলেন। এরপর থেকে আর তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

“গভীর রাতে পুলিশ আমাকে ফোন করে জানায়, অন্তরের মোটরসাইকেলটি কলাপাড়া থানাধীন টিয়াখালী চার ও ছয় লেন সড়কের মাঝামাঝি হাইওয়ে রাস্তার পাশে পাওয়া গেছে।”

অভিযোগে তুষার আল মামুন বলেন, “পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের ক্ষতিগ্রস্ত পরিবারের অধিকার আদায়ের জন্য রবিউল আউয়াল অন্তর আন্দোলন করে যাচ্ছিল। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) অন্তরের নেতৃত্বে এ বিষয়ে মানববন্ধন কর্মসূচি পালন করার কথা ছিল। তাই ওই বিদ্যুৎ কেন্দ্রের কর্তৃপক্ষের রোষানলে পড়েন আমার ভাই।”

অন্তরের বাবা মো. সোলাইমান মৃধা বলেন, “আমার ছেলে পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রে ক্ষতিগ্রস্ত মানুষের ক্ষতিপূরণ আদায়, ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের চাকরিসহ আট দফা দাবি আদায়ে দীর্ঘদিন আন্দোলন করে আসছে। এতে তারা বিষয়টি নিয়ে আতঙ্ক আর উৎকন্ঠায় রয়েছে।”

এ বিষয়ে গণঅধিকার পরিষদের পটুয়াখালী জেলার সাধারণ সম্পাদক মো. শাহআলম সিকদার সাংবাদিকদের বলেন, “হ্যাঁ, আমাদের কেন্দ্রীয় নেতা মো. রবিউল আউয়াল অন্তর নিখোঁজ হয়েছেন। আমরা এ বিষয়ে পুলিশ সুপারের সঙ্গে কথা বলেছি। তিনি অন্তরের বিষয়ে ‘সর্বোচ্চ’ চেষ্টার কথা জানিয়েছেন। শুনেছি, তাপ বিদ্যুতের ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়ে তাদের বিভিন্ন দাবি-দাওয়া আদায়ে নেতৃত্ব দিচ্ছিলেন অন্তর। আমরা জেলা থেকে কালকে একটি দল কলাপাড়ায় যাব।”

কলাপাড়া থানার ওসি মো. জুয়েল ইসলাম সাংবাদিকদের বলেন, “মোটরসাইকেলটি ওখানে পার্কিং করা দেখে পায়রা পোর্ট ফোর লেন সড়কের নিরাপত্তা কর্মীরা থানায় খবর দেন। পরে পুলিশ গিয়ে সেটি উদ্ধার করে। মোটরসাইকেলের সামনে রবিউল আউয়াল অন্তর লেখা রয়েছে। তারা নিখোঁজের বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছেন।”

ওসি আরও বলেন, “থানা পুলিশের পাশাপাশি গোয়েন্দা বিভাগের একাধিক ইউনিট অন্তরের সন্ধানে মাঠে নেমেছে।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© 𝟐𝟎𝟐𝟐-𝟐𝟎𝟐𝟑 𝐏𝐨𝐢𝐧𝐭 𝐌𝐞𝐝𝐢𝐚 𝐋𝐢𝐦𝐢𝐭𝐞𝐝 𝐀𝐥𝐥 𝐫𝐢𝐠𝐡𝐭𝐬 𝐫𝐞𝐬𝐞𝐫𝐯𝐞𝐝.
𝐃𝐞𝐬𝐢𝐠𝐧 & 𝐃𝐞𝐯𝐞𝐥𝐨𝐩𝐞𝐝 𝐛𝐲: 𝐏𝐨𝐢𝐧𝐭 𝐌𝐞𝐝𝐢𝐚 𝐋𝐢𝐦𝐢𝐭𝐞𝐝