মিজানুর রহমান বাবু কলাপাড়া উপজেলা সংবাদ দাতাঃ
আজ বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি কর্তৃক পরিচালিত উপকূলীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস কর্মসূচির আওতায় কলাপাড়া উপজেলার মহিপুর ইউনিয়নে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৪ উদযাপিত হয়। উক্ত দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত। উক্ত অনুষ্ঠানে নিজামপুর,সুধীরপুর ও কমরপুর এর কমিউনিটি পর্যায়ের সিডিএমসি ও সিডিআরটি সদস্য, সিপিপি স্বেচ্ছাসেবক, বিভিন্ন এনজিও প্রতিনিধি, ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যরা ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত হয়ে মহিপুর কো অপারেটিভ মাধ্যমিক বিদ্যালয় থেকে শুরু করে মহিপুর বাজারের বিশেষ বিশেষ সড়ক প্রদক্ষিণ করে মহিপুর ইউনিয়ন পরিষদ এ এসে আলোচনা সভা করে। উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন মহিপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান জনাব সেলিম।এছাড়া আরও উপস্থিত ছিলেন ইউপি সদস্য বৃন্দ, রেড ক্রিসেন্টের সহকারী প্রকল্প কর্মকর্তা মোঃ আল আমিন তারেক,কমিউনিটি অর্গানাইজার মোঃ আরিফুর রহমান ও সাবিনা ইয়াসমিন এ সময় উক্ত আলোচনা সভায় সভার সভাপতি জাহিদুল ইসলাম সেলিম,ইউপি সদস্য সিরাজুল ইসলাম, ২নং ওয়ার্ড, সিডিএমসি সভাপতি আনোয়ারুল হক নিজামপুরের কমিউনিটি সভাপতি, মোঃমনিরুল ইসলাম বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি এর স্থায়ী সদস্য নিজামপুর,সহ নিজামপুর সিডিআরটি টিম লিডার মোঃশাহীন বক্তব্য রাখেন। এছাড়াও প্রায় শতাধক লোক উপস্থিত ছিলেন। সভায় সভাপতি মহোদয় সকলকে শুভেচ্ছা জানিয়ে সমাপ্তি ঘোষণা করেন।