নিজস্ব প্রতিবেদক : পুরান ঢাকার বায়না নগরে পীর সাহেব বাড়ীর খানকায়ে ইফতেখারী হাসমদীয়া মাহমুদীয়া দরবারে
ঈদে মিলাদুন্নবী (সা:) উপলক্ষে সোমবার বাদ মাগরিব কোরআন ও হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ আলোচনা করেন হাফেজ কারী সৈয়দ সাইদুর রহমান
পরে মিলাদ মাহফিল শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন। তিনি
শেষে কাওয়ালী গানে আয়োজন করা হয়। এতে কাওয়ালী গান পরিবেশন করে
মিরপুরের মুন্না ও তার ছোট ভাই সামির কাওয়াল
খানকার গদিনশীল মোহাম্মদ সাফেয়াত উল্লাহ চিশতি আল সাবেরী উদ্যােগে মাহফিল পরিচালনা করেন।এসময় উপস্থিত ছিলেন । আসলাম, মাসুম সেন্টু, সানি মাহতাব,পুরান সাংবাদিক ফোরামের সহসভাপতি মোঃ মোস্তাফিজুর রহমান মোস্তাক, দপ্তর সম্পাদক সৈয়দ মাহবুবুর রহমান, আনোয়ার আলী, আনিস মোল্লা সহ দরবারের বিভিন্ন এলাকা থেকে ভক্ত,শুভাকাঙ্ক্ষীরা
পরে আগত সকলের মাঝে তবারক বিতরন করা হয়।