1. info@www.crimenews24.tv : Crime News 24 :
মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫, ০৪:২৫ পূর্বাহ্ন

পাইকগাছায় চাঁদার টাকা নেয়ার সময় দুইজন গ্রেফতার! থানায় মামলা

প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ৯ মার্চ, ২০২৫
  • ১৯ বার পড়া হয়েছে

বি.সরকার। পাইকগাছা (খুলনা) প্রতিনিধি।

পাইকগাছায় চাঁদার টাকা নেয়ার সময় এলাকাবাসী দু’জনকে আটক করে পুলিশে দিয়েছে। জানাযায় রবিবার সকালে ব্যবসায়ীর নিকট থেকে উপজেলার গড়ইখালীর গাংরক্ষি বাজারে চাঁদার টাকা নিতে এলে এ ঘটনা ঘটেছে। চাঁদার টাকা নেয়ার সময় আটককৃতরা হলো দাকোপ উপজেলার নলিয়ানের খোকন গাজীর ছেলে জামিরুল গাজী (২৮) ও একই গ্রামের সায়েম খানের ছেলে বাপ্পী খান রানা(২৮)। এলাকাবাসী আরও জানান তারা দুইজনই সুন্দরবনের জলদস্যু। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।
থানায় মামলা সুত্রে জানাগেছে, সপ্তাহখানেক আগে গত রবিবার দিনগত রাত সাড়ে ১২ টার দিকে গাংরক্ষি বাজার সংলগ্ন চিংড়ি ঘেরের বাসা থেকে কুমখালীর ব্যবসায়ী সুকুমার মন্ডল’কে আটককৃত জামিরুল ও বাপ্পি ডেকে নিয়ে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে। এক পর্যায়ে জামিরুল ও বাপ্পি সুকুমারের দোকান থেকে নগদ কিছু টাকা ও মোবাইল নিয়ে চলে যায়।
পরে তারা বাকি টাকা না দিলে পরিনতি ভালো হবে না এমন হুমকি দিয়ে চলে যায়। সর্বশেষ এ চক্রটি আবারও একই স্টাইলে শনিবার গভীর রাতে দু’উপজেলা সিমান্ত হড্ডা মিষ্টি পুকুর সংলগ্ন শিবসা নদীর পাড় থেকে স্থানীয় মৃতঃ চিব্রত বিশ্বাস এর ছেলে মৎস্যজীবী বিশ্বজিৎ বিশ্বাস-কে তুলে নিয়ে যায়। এ ব্যাপারে বিশ্বজিৎ জানান, “আমি মুলত সুন্দরবনে মাছ-কাঁকড়া ধরে জীবন কাটাই। দুর্বৃত্তরা রাত ৩ টার দিকে তুলে নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরাতে থাকে। সকাল হলে আমাকে নিয়ে গাংরক্ষি বাজারের ছলের চা দোকানে আসে। এ সময় তাদের গতিবিধি দেখে স্থানীয়দের সন্দেহ সৃষ্টি হয়। এক পর্যায়ে সুকুমার মন্ডল ঘটনাস্থলে এসে এদেরকে সনাক্ত করলে এলাকাবাসী দু’জনকে আটক করে পুলিশ’কে জানায়। বাইনবাড়ীয়া পুলিশ ক্যাম্পের আইসি এসআই আঃ আহাদ এ দু’জন-কে উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে আসেন। এ ঘটনায় পালাতক দু’ব্যক্তিসহ আটক জামিরুল ও বাপ্পী-র বিরুদ্ধে ব্যবসায়ী সুকুমার মন্ডল বাদী হয়ে থানায় চাঁদাবাজির মামলা করেছেন। ওসি মোঃ সবজেল হোসেন জানান, এ ঘটনায় আরও কারা-কারা জড়িত আছে সে জন্য ধৃতদের জিগাজ্ঞাসাবাদ চলচ্ছে। তিনি আরোও জানান, দাকোপ থানায় বাপ্পী-র বিরুদ্ধে ৩টি চুরি ও ১টি মাদকের মামলা আছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© 𝟐𝟎𝟐𝟐-𝟐𝟎𝟐𝟑 𝐏𝐨𝐢𝐧𝐭 𝐌𝐞𝐝𝐢𝐚 𝐋𝐢𝐦𝐢𝐭𝐞𝐝 𝐀𝐥𝐥 𝐫𝐢𝐠𝐡𝐭𝐬 𝐫𝐞𝐬𝐞𝐫𝐯𝐞𝐝.
𝐃𝐞𝐬𝐢𝐠𝐧 & 𝐃𝐞𝐯𝐞𝐥𝐨𝐩𝐞𝐝 𝐛𝐲: 𝐏𝐨𝐢𝐧𝐭 𝐌𝐞𝐝𝐢𝐚 𝐋𝐢𝐦𝐢𝐭𝐞𝐝