মোঃ শফিকুল ইসলাম (শফিক)
বিশেষ প্রতিনিধি :
ঝালকাঠি জেলা শহরের গুরুধাম খালে গোসল করতে নেমে পানিতে ডুবে মাহাদী হাসান (১২) নামের এক মাদরাসা ছাত্রের মৃত্যু হয়েছে। আজ সোমবার দুপুরে ঝালকাঠি সদর হাসপাতাল সংলগ্ন গুরুধাম খালে বন্ধুদের সাথে গোসল করতে নেমে নিখোঁজ হয় মাহাদী। পরে বেলা ২টার দিকে তার লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিসের সদস্যরা।
মাহাদী ঝালকাঠি পৌর শহরের পূর্ব চাঁদকাঠি এবায়দুল্লাহ জামে মসজিদের মুয়াজ্জিন আবদুর রহিমের ছেলে।সে স্থানীয় একটি হেফজ মাদ্রারাসার শিক্ষার্থী ছিল।
মাহাদীকে ডুবে যেতে দেখে স্থানীয় কয়েক যুবক ঝাপিয়ে পড়ে তাকে উদ্ধারের চেষ্টাকরে ব্যর্থ হয়। পরে নিখোঁজের দুই ঘন্টা পর মাহাদীর মৃত দেহটি স্থানীয়দের সহায়তায় উদ্ধার করে ফায়ার সার্ভিস কর্মীরা।
পুলিশ জানায়, মাহাদী দুপুর ১ টার দিকে তিন-চার বন্ধুর সঙ্গে গোসল করতে নেমে পানিতে তলিয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা এসে উদ্ধার অভিযানে নামে। পরে স্থানীয়দের সহায়তায় মাহাদীর মৃতদেহ উদ্ধার হয়।
ঝালকাঠি সদর থানার উপপরিদর্শক মিলন মল্লিক বলেন, বন্ধুদের সঙ্গে খালে গোসলে নেমে নিখোঁজ হয় মাহাদী। অনেক খোঁজাখুঁজির পর তার মরদেহ উদ্ধার করা হয়েছে।