1. info@www.crimenews24.tv : Crime News 24 :
সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫, ১০:১০ অপরাহ্ন

পীরগাছায় ৩৭তম রাস যাত্রা উদযাপন।

প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০২৪
  • ২৩ বার পড়া হয়েছে

 

মোস্তাক আহমেদ ( বাবু) স্টাফ রিপোর্টার।

রংপুর বিভাগের পীরগাছা উপজেলার ৪নং অন্নদা-নগর ইউনিয়নে,নবু চালুনিয়া গ্রামে ৩৭তম শ্রী শ্রী রাস মেলার আয়োজন করা হয়েছে।

সরজমিনে গিয়ে দেখা যায় ঃ পীরগাছার আশেপাশে এলাকা বাদেও দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভক্ত,পুণ্যার্থী ও দর্শনার্থীরা রাস,মেলায় মাইক্রোবাস এবং অন্যান্য যানবাহন যোগে আসেন মন্দির প্রাঙ্গনে। শ্রী,অনন্ত কুমার সাহা মাস্টা- রের সঞ্চালনায়,উৎসবের আয়োজন করা হয়। তিনি বলেন, ১৭৫২,সাল থেকে চলে আসছে এই রাস উৎসব। রাস মেলা পরিদর্শনে,আজ সোমবার ১৮/১১/২০৪ ইং দিবাগত রাত নয়টার দিকে মেলা পরিদর্শনে আসেন। ৪নং অন্নদা-নগর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী,এবং গত দুইবার নির্বাচন করে পরাজিত হওয়া প্রার্থী,মোঃজিল্লুর রহমান মাস্টার বাংলাদেশ জাতীয়তাবাদী দল অন্নদা-নগর ইউনিয়ন শাখার আহ্বায়ক, মোঃ জাহাঙ্গীর আলম সিনিয়র যুগ্ন আহ্বায়ক,বাংলাদেশ জাতীয়তাবাদী দল অন্নদা-নগর ইউনিয়ন শাখা, ও আরো উপস্থিত ছিলেন,মোঃ জাহিদ হোসেন বাংলাদেশ জাতীয়তা- বাদী দল,পীরগাছা থানা যুবদলের যুগ্ন আহবায়ক,ও রংপুর জেলা শাখা যুবদলের অন্যতম সদস্য। সে সময়,উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল,৪নং অন্নদা-নগর ইউনিয়ন শাখার অঙ্গ সংগঠনের সদস্যবৃন্দরা। এদিকে রাসপুর্ণিমা উপলক্ষে শুক্রবার দিবাগত রাতে ৭দিন ব্যাপী এই রাস মেলার উদ্বোধন করা হয়। ৭দিন ব্যাপী রাস মেলা প্রাঙ্গনে আয়োজন করা হয়েছে ধর্মীয় কীর্ত্তন,গান ছাড়াও হিন্দু ধর্মীয়,বই-পুস্তক শাঁখা,সিদুর,শঙ্খ বালা,চুড়িসহ নানান পণ্যের পসরা সমৃদ্ধ দোকান মেলায় শোভা পেয়েছে।

উল্লেখ্য, এর আগে ঐতিহাসিক মন্দিরে দেখাশোনা করতেন অনন্ত কুমার মাস্টারের ঠাকুর দাদা। তিনি মারা যাওয়ার পর এই দায়িত্ব চলে আসে।শ্রী অনন্ত কুমার সাহার কাঁদে এবং তিনি ৪নং অন্নদাগর ইউনিয়ন পূজা কমিটির সভাপতি সেই কারণে পারিবারিক সূত্রে এবং সামাজিক সূত্রেও তিনি এই দায়িত্ব সৎ এবং নিষ্ঠার শহীদ পালন করে আসছেন। সেই থেকে,প্রতিবছর অনুষ্ঠিত হয়ে,আসছে এই রাস মেলা।

এ বিষয়েঃ পীরগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ নুরে আলম সিদ্দিকী বলেন। সুন্দর ও সুশৃংখল পরিবেশে গ্রাম পুলিশ ও পীরগাছা থানা চৌকস পুলিশ টিমের সদস্যদের নিয়ে কড়া নিরাপত্তার মাধ্যমে মেলার কাজ পরিচালিত হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© 𝟐𝟎𝟐𝟐-𝟐𝟎𝟐𝟑 𝐏𝐨𝐢𝐧𝐭 𝐌𝐞𝐝𝐢𝐚 𝐋𝐢𝐦𝐢𝐭𝐞𝐝 𝐀𝐥𝐥 𝐫𝐢𝐠𝐡𝐭𝐬 𝐫𝐞𝐬𝐞𝐫𝐯𝐞𝐝.
𝐃𝐞𝐬𝐢𝐠𝐧 & 𝐃𝐞𝐯𝐞𝐥𝐨𝐩𝐞𝐝 𝐛𝐲: 𝐏𝐨𝐢𝐧𝐭 𝐌𝐞𝐝𝐢𝐚 𝐋𝐢𝐦𝐢𝐭𝐞𝐝