জাবের বিন রহমান আরজু
দক্ষিণ চট্টগ্রাম প্রতিনিধি
চট্টগ্রামের চন্দনাইশে সাবেক উপজেলা চেয়ারম্যান জসিম উদ্দিন আহমেদ'র ভর্তুকি মূল্যে নিত্যপ্রয়োজনীয় পন্য সামগ্রি বিক্রয়ের উদ্যোগে স্বস্তিতে উপজেলার খেটে খাওয়া ও নিম্ন আয়ের মানুষেরা। গত ১ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে উপজেলার দুইটি পৌরসভা ও ৮টি ইউনিয়নের প্রত্যেকটা ওয়ার্ডে নিজস্ব গাড়ি দ্বারা মাইকিং করে ভর্তুকি মূল্যে নিত্যপ্রয়োজনীয় পন্য বিক্রয় কার্যক্রম চলমান রয়েছে। নিত্যপ্রয়োজনীয় পণ্যের মধ্যে রয়েছে- চাল, ডাল, আলু, পিঁয়াজ, তেল, সাবান, কাপড় ধোয়ার সাবান, কাপড় ধোয়ার পাউডার, ভিম সাবান, নুডুলস, লেক্সাস বিস্কুট, চা পাতা, আটা ইত্যাদি। দেশের বর্তমান পরিস্থিতিতে যেভাবে নিত্য পন্যের দাম লাগামহীনভাবে বেড়ে চলছে সেখানে চন্দনাইশের মানুষেরা পাচ্ছে প্রতিটি পণ্যে ১০ থেকে ১৫ টাকা পর্যন্ত ভর্তুকি। প্রতিদিন রুটিন করে ট্রাকভর্তি মালামাল পৌঁছে যায় উপজেলার বিভিন্ন যায়গার নিম্ন আয়ের মানুষের দ্বারপ্রান্তে। গাড়ির মাধ্যমে বিভিন্ন পাড়া মহল্লায় মাইকিং করে পণ্য বিক্রয় করার সুবাদে সাধারণ ক্রেতারা ঘর থেকে বের হয়েই ক্রয় করতে পারছে ইচ্ছেমতো মালামাল। সাবেক উপজেলা চেয়ারম্যান জসিম উদ্দিন আহমেদের এই মানবিক উদ্যোগে খুশি উপজেলার খেটে খাওয়া ও নিম্ন আয়ের মানুষ। এলাকাবাসীর আশা এই কার্যক্রম যেনো অব্যাহত থাকে।
দোহাজারী পৌরসভার জামিরজুরী ০৮ নং ওয়ার্ডের নাম প্রকাশে অনিচ্ছুক একজন ক্রেতা বলেন, যেখানে নুন আনতে পান্থা ফুরায়, সেখানে প্রতি পণ্যে ১০ থেকে ১৫ টাকা সাশ্রয় আমাদের জন্য অনেককিছু। আমরা এখন প্রতিদিন আশায় থাকি কোন সময় জসিম চেয়ারম্যানের ভর্তুকি মূল্যের গাড়ি আমাদের এলাকায় আসবে। গত উপজেলা নির্বাচনে আমরা তাকে না দেখে ভোট দিয়েছি। এখন বুঝতে পারছি আমরা যোগ্য লোককে নির্বাচিত করেছি।
সাবেক উপজেলা চেয়ারম্যান জসিম উদ্দিন আহমেদ বলেন, দেশের বর্তমান পরিস্থিতি বিবেচনা করে আমার উপজেলার খেটে খাওয়া ও নিম্ন আয়ের মানুষের কথা ভেবে এই উদ্যোগ নিয়েছি। যাতে আমার উপজেলার মানুষ কিছুটা হলেও স্বস্তি পাই। যতদিন পারি এই কার্যক্রম চালিয়ে যাবো ইনশাআল্লাহ।