আব্দুস সামাদ
( লালমনিরহাট) জেলা প্রতিনিধি :
লালমনিরহাটের পাটগ্রামে প্রেসক্লাবের সদস্যদের সাথে মতবিনিময় সভা করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী পাটগ্রাম শাখার নের্তৃবৃন্দ। বুধবার (০৪ সেপ্টেম্বর) দুপুরে এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি ইফতেখার আহম্মেদ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় কমিটির সদস্য ও পাটগ্রাম-হাতীবান্ধা নির্বাচনী এলাকার প্রার্থী আনোয়ারুল ইসলাম রাজু। এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন- পাটগ্রাম উপজেলা শিবিরের সাবেক সভাপতি সোহেল রানা, পৌর শাখার জামায়াতে ইসলামীর আমীর মাসুদ আলম, ইসলামী আদর্শ উচ্চ বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক আনিসুল ইসলাম ও উপজেলা কর্মপরিষদের সদস্য মনোয়ার হোসেন লিটন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সবুজ, সিনিয়র সহসভাপতি আমিনুর রহমান বাবুল, সহ – সভাপতি সিরাজুল ইডলাম, সাবেক সাধারণ সম্পাদক আজিজুল হক দুলাল প্রমুখ।