সুজন কুমার তঞ্চঙ্গ্যা।
রাঙ্গামাটি জেলা প্রতিনিধি:-রাঙ্গামাটি জেলার বিলাইছড়ি উপজেলায় জাগ্রত ফুটবল টুর্ণামেন্ট ফাইনাল খেলার যোগ্যতার গৌরব অর্জন করলো কেরনছড়ি যুবসংঘ এবং ধূপ্যাচর যুব সংঘ ক্লাব। শুক্রবার (১৮ অক্টোবর) সন্ধ্যায় এ তথ্য জানান জাগ্রত ফুটবল টুর্ণামেন্টের আয়োজক কমিটির সভাপতি শান্ত জিৎ তঞ্চঙ্গ্যা, রেফারি পলাশ চাকমা এবং সিনিয়র সদস্য সাগর চাকমা।তারা আর-ও জানান, প্রত্যেক খেলায় নিয়মিত মেডিকেল টীম রয়েছে। এ-র মধ্যে দিয়ে পর্দা নামতে যাচ্ছে উপজেলার সবচেয়ে বড় আসর এই জাগ্রত ফুটবল টুর্ণামেন্ট ২০২৪ ইং।
খেলাটি উপজেলা স্টেডিয়াম দীঘলছড়িতে জাগ্রত ফুটবল টুর্ণামেন্ট কমিটির আয়োজনে অনুষ্ঠিত হবে। উপজেলা প্রশাসন,পুলিশ প্রশাসন ও স্থানীয় প্রশাসনের সহযোগিতায় ১ অক্টোবর ২০২৪ উদ্বোধনের মাধ্যমে গ্রুপ পর্বে ১৩ টি দল অংশগ্রহন করলে আগামী ২২ অক্টোবর রোজ মঙ্গলবার এ-ই ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। এতে এই উপভোগ্য ফাইনাল খেলাটি সুস্থ ও সুন্দরভাবে সম্পন্ন করার জন্য সকলের সার্বিক সহযোগিতার কামনা করা হয়।