রফিকুল ইসলাম রফিক, কুড়িগ্রাম প্রতিনিধি
কুড়িগ্রামের ফুলবাড়ীতে এসএসসি পরীক্ষা খারাপ হওয়ায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে আফরোজা খাতুন রোমানা নামের এক পরীক্ষার্থী।
নিহত রোমানা উপজেলার কাশিপুর ইউনিয়নের শ্যামপুর গ্রামের আব্দুল রউফের মেয়ে।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সন্ধ্যায় বাড়ির সকলের অগোচরে নিজ ঘরের ফ্যানের সাথে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। স্থানীয়রা জানান, চলতি এসএসসি পরীক্ষায় ভালো লিখতে না পারায় ফেল করার আশঙ্কায় হতাশ হয়ে পড়েন রোমানা। সে কারনেই আত্মহত্যা পথ বেঁচে নেন।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফুল জানান, ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।