1. info@www.crimenews24.tv : Crime News 24 :
সোমবার, ৩০ জুন ২০২৫, ০৮:৩৪ পূর্বাহ্ন

বদলগাছীতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ ও দূর্নীতিবিরোধী দিবস উদযাপন।

প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪
  • ২০ বার পড়া হয়েছে

মোঃ সারোয়ার হোসেন অপু
বিশেষ প্রতিনিধি,

বদলগাছীতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ ও দূর্নীতিবিরোধী দিবস উদযাপন করা হয়েছে।
জানা যায়, আজ ৯ ডিসেম্বর সোমবার আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস ও দূর্নীতিবিরোধী দিবস উপলক্ষে উপজেলার বদলগাছী উপজেলা প্রশাসন হলরুমে র‍্যালি,মানববন্ধন ও আলোচনা সভার আয়োজন করা হয়।
২০২৪ দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা: গড়বে আগামীর শুদ্ধতা এই প্রতিবাদ্যকে সামনে রেখে উপজেলা দূর্নীতিবিরোধী প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক আব্দুর রউফ এ-র সভাপতিত্বে ও উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি, বদলগাছী, নওগাঁর আয়োজনে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
একই মঞ্চে “নারী কন্যার সুরক্ষা করি সহিংসতামুক্ত বিশ্বগড়ি” এই প্রতিবাদ্যকে সামনে রেখে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফারুক আহমেদ এর সভাপতিত্বে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস ২০২৪ উদ্যাপন এবং “জয়িতা অন্বেষণে বাংলাদেশ” শীর্ষক কার্যক্রম উপলক্ষে র‍্যালি, জয়িতাদের সম্মাননা প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উভয় অনুষ্ঠানে বদলগাছী উপজেলা যুব উন্নয়ন অফিসার ইবনে সাব্বির আহমেদ এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বদলগাছী উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুব হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর মো. সরওয়ারে জাহান অধ্যক্ষ বঙ্গবন্ধু সরকারি মহাবিদ্যালয় বদলগাছী, নওগাঁ,উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সাবাব ফারহান।
এছাড়াও উপস্থিত ছিলেন বদলগাছী মডেল প্রেসক্লাবের সভাপতি মোঃ ফেরদৌস হোসেন ও সাধারণ সম্পাদক আবু রায়হান লিটন এ-র নেতৃত্বে দপ্তর সম্পাদক সাংবাদিক মোঃ সারোয়ার হোসেন অপু, উপজেলা প্রেসক্লাবের সভাপতি হাসানুজ্জামান হাসান, নিনিয়র সাংবাদিক এমদাদুল হক দুলু, সাংবাদিক ফিরোজ হোসেন , সেন্ট্রাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ মেহেদী হাসান সবুজ, সদর ইউপির চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন, বালুভরা ইউপির চেয়ারম্যান আল এমরান সহ প্রমুখ।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা দূর্নীতিবিরোধি কমিটির সদস্য ও বদলগাছী সরকারি মডেল পাইলট হাইস্কুলের প্রাক্তন শিক্ষক মোঃ আবুল হোসেন, প্রফেসর মো. সরওয়ারে জাহান অধ্যক্ষ বঙ্গবন্ধু সরকারি মহাবিদ্যালয় বদলগাছী, নওগাঁ,উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সাবাব ফারহান, উপজেলা প্রেসক্লাবের সভাপতি হাসানুজ্জামান হাসান,শাহরিয়ার জ্জামান বদলগাছী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বক সহ প্রমুখ।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়, বদলগাছী, নওগাঁ কর্তৃক ২০২৪-২০২৫ অর্থ বছরে তিনজন মহিষী নারীকে জয়িতা নির্বাচিত করে সম্মাননা প্রদান করা হয়। ক্যাটাগরিসহ সম্মাননা প্রাপ্ত তিন নারীর নাম তুলে করা হলোঃ

শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী মখলেসা বানু পিতা- মোঃ আঃ রহিম মোল্লা গ্রাম- পাড়োরা, ডাকঃ- মিঠাপুর উপজেলা- বদলগাছী, জেলা- নওগাঁ।

শিক্ষা ও নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করেছেন যে নারী মোছাঃ সোমা বেগম পিতা- মোঃ মিজানুর রহমান গ্রাম- বৈকণ্ঠপুর, ডাকঃ-নিউরসুলপুর উপজেলা- বদলগাছী, জেলা- নওগাঁ।

সমাজ উন্নয়নে অসামান্য অবদান রেখেছেন যে নারী বেনজির ইয়াসমিন স্বামী- মৃত আহসান হাবীব চৌধুরী গ্রাম- বদলগাছী, ডাকঃ- বদদলগাছী উপজেলা- বদলগাছী, জেলা- নওগাঁ।

পরিশেষে সম্মাননা প্রদানের মাধ্যমে উক্ত অনুষ্ঠানের সমাপ্তি হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© 𝟐𝟎𝟐𝟐-𝟐𝟎𝟐𝟑 𝐏𝐨𝐢𝐧𝐭 𝐌𝐞𝐝𝐢𝐚 𝐋𝐢𝐦𝐢𝐭𝐞𝐝 𝐀𝐥𝐥 𝐫𝐢𝐠𝐡𝐭𝐬 𝐫𝐞𝐬𝐞𝐫𝐯𝐞𝐝.
𝐃𝐞𝐬𝐢𝐠𝐧 & 𝐃𝐞𝐯𝐞𝐥𝐨𝐩𝐞𝐝 𝐛𝐲: 𝐏𝐨𝐢𝐧𝐭 𝐌𝐞𝐝𝐢𝐚 𝐋𝐢𝐦𝐢𝐭𝐞𝐝