1. info@www.crimenews24.tv : Crime News 24 :
মঙ্গলবার, ২০ মে ২০২৫, ০৭:০৪ পূর্বাহ্ন

বদলগাছীতে মিথ্যা মাদক কারবারির অভিযোগ এনে হত্যার উদ্দেশ্যে মারপিট ও কাছে থাকা মালামাল ছিনতাই।

প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ৭ অক্টোবর, ২০২৪
  • ৩৬ বার পড়া হয়েছে

 

বিশেষ প্রতিনিধি,
মোঃ সারোয়ার হোসেন অপু

বদলগাছীতে মিথ্যা মাদক কারবারির অভিযোগ এনে হত্যার উদ্দেশ্যে মারপিট ও কাছে থাকা মালামাল ছিনতাই অতঃপর বদলগাছী থানায় এজাহার দায়ের।

নওগাঁর বদলগাছী উপজেলায় রাতের আঁধারে আতর্কিতভাবে হামলার ঘটনায় বিচার চেয়ে থানায় অভিযোগ দায়ের করেন এক ভুক্তভোগী। অভিযোগকারী উপজেলার মথুরাপুর ইউপির দরিয়াপুর গ্রামের খোরশেদ আলম (৪০)।

অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভোগী খোরশেদ আলম গত ২৩ সেপ্টেম্বর কোলা ইউপির সাবেক চেয়ারম্যান গোলাম রব্বানী মুকুলের জানাযার নামাজ শেষে নতুন মোটরসাইকেল কেনার জন্য তার পূর্বের পৈত্রিক বসতবাড়ি উপজেলার চকবোয়ালি গ্রামের জোত সম্পত্তি বন্ধক রাখিয়া ১ লাখ ১০ হাজার টাকা নিয়ে বর্তমান বাড়ি দরিয়াপুর গ্রামের দিকে আসার পথে সুরকালি বাজার নামক স্থানে রাত ৯ টায় সময় জুয়েলের দোকানের সামনে পৌঁছা মাত্রই ১ নং বিবাদী আলমগীর হোসেন (৩৫) এ-র হাতে থাকা ইউক্যালিপ্টাসের কাঁচা ডালের লাঠি নিয়ে ২ নং বিবাদী ফয়জাবাদ গ্রামের আব্দুস সামাদের ছেলে উজ্জ্বল হোসেনকে বলে এই বার সালা আসছে শালাকে প্রাণে মেরে শেষ করে দাও। হুকুম পাওয়া মাত্রই উজ্জ্বল হোসেনের হাতে থাকা গাছের ডালের লাঠি দ্বারা উভয়ের হত্যার উদ্দেশ্য বাদীর মাথায় বারবার আঘাত করিলে বাদী ডান হাত দিয়ে আঘাত প্রতিহত করার চেষ্টা করলে হাতের তিনটি আঙুল ভেঙে যায়। পূর্ব প্রস্তুতি নিয়ে থাকা আরো ১০/১২ জন অপরিচিত মুখে কাপড় বাধা লোককে উদ্দেশ্য করে বিবাদীরা মারতে বললে তারা এলোপাতাড়ি ভাবে মারিতে লাগিলে বাদী মাটিতে লুটিয়ে পড়ে জ্ঞান হারায়। এসময় তার কাছে থাকা ১ লাখ ১০ হাজার টাকা, পকেটে থাকা poco-c ৩১ মডেলের এ্যন্ডুয়েট মোবাইল ফোন যাহার মূল্য ১৪ হাজার পাঁচশ টাকা এবং তার হাতে থাকা ক্যাসিও হাতঘড়ি যাহার মূল ৮’শ পঞ্চাশ টাকার মালামাল সিনিয়ে নিয়ে যায় বলেও অভিযোগে উল্লেখ করেন।
পরবর্তীতে ঘটনার সাক্ষী রামপুর গ্রামের হেলাল উদ্দিন, দরিয়াপুর গ্রামের আব্দুল কুদ্দুস ও মামুন সোনার তাকে উদ্ধার করে গ্রাম্য ডাক্তারের কাছে নিয়ে মাথায় পানি দিয়ে জ্ঞান ফিরিলে প্রাথমিক চিকিৎসা গ্রহন করেন এবং নিরাপত্তা স্বার্থে নিকটস্থ বদলগাছী স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করানোর সিদ্ধান্ত নিলে কেউ কেউ বলে এত রাতে সুরকালি বাজারের উপরদিয়ে হাসপাতালে নিয়ে যাওয়া ঠিক হবেনা। পুনরায় হামলার ভয়ে যথারীতি পরদিন সকালে তাকে ভর্তি করা হয়।

হাসপাতালে প্রত্যক্ষ করে দেখা যায়, খোরশেদ আলম বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পুরুষ ওয়ার্ডের ১নং বিছানায় আহত অবস্থায় গত ২৪ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর বিকেল পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় ছিলেন। যাহার রেজি নং ৩৮৭/২৫।

অভিযোগে উল্লেখিত ১ নং বিবাদীর কাছে ঘটনার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, খোরশেদ আলম বড়ি ব্যবসায়ী। সে বহুদিন ধরে পাইকারি ইয়াবা বড়ি বিক্রি করে, তাকে ঘটনার কয়েকদিন আগে সাবধান করা হয়েছিল। সেদিন তার কাছে বড়ি পাওয়া গিয়েছে বিধায় তাকে মারপিট করা হয়েছে, বাজারের সবাই এ বিষয়ে জানে। কতগুলো বড়ি পাওয়া গিয়েছিল এবং বড়িগুলো কি করা হয়েছে জিজ্ঞেস করলে বলেন, মোটামুটি কয়েকটি বড়ি পাওয়া গিয়েছে এবং তা পুড়ে ফেলা হয়েছে। কারা পুড়ছে এবং তাদের নাম ঠিকানা জানতে চাইলে তিনি সুস্পষ্ট কোন তথ্য দিতে পারেননি।

অপর ২ নং বিবাদীর কাছে মারপিট এবং ছিনতাইয়ের বিষয়ে জানতে চাইলে মারপিটের কথা স্বীকার করে বলেন, আরো কয়েকজন মারছে। টাকা মোবাইল আমরা নেই নি জানিও না। আপনারা কি লিখবেন লিখেন আমি কি মন্তব্য দিবো আপনারা কি করতে আসছেন করেন।

ঘটনার প্রত্যক্ষদর্শী একই বাজার এলাকার সালাম, সাইফুল ইসলাম, মোখলেস, কুদ্দুসসহ আরো অনেকে বলেন, সেদিন প্রচন্ড মারপিট করা হয়েছে। তার কাছে কোন বড়ি পাওয়া যায়নি। বাজারে কোন বড়ি পোড়ানোও হয়নি। একজন সৎ ব্যক্তির উপর মিথ্যা মাদক কারবারির অভিযোগ মারপিট করা হয়েছে এবং তার কাছে থাকা টাকা পয়সা সহ মালামাল ছিনতাই করা হয়েছে। এই হয়রানির শেষ কোথায়? আমরা আসামীদের উপযুক্ত শাস্তির জন্য জোর দাবি করছি। এদের শাস্তি না হলে এরা পেয়ে বসবে।

অভিযোগে উল্লেখিত ঘটনার সাক্ষীগণ ঘটনার সকল তথ্য স্বীকার করে দোষীদের বিচারের দাবি জানান।

অভিযোগ প্রাপ্তি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের বিষয়ে বদলগাছী থানা অফিসার ইনচার্জ (ওসি) শাহ্ জাহান আলীর সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান , তদন্ত চলমান রয়েছে। তদন্ত শেষে দোষীদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহন করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© 𝟐𝟎𝟐𝟐-𝟐𝟎𝟐𝟑 𝐏𝐨𝐢𝐧𝐭 𝐌𝐞𝐝𝐢𝐚 𝐋𝐢𝐦𝐢𝐭𝐞𝐝 𝐀𝐥𝐥 𝐫𝐢𝐠𝐡𝐭𝐬 𝐫𝐞𝐬𝐞𝐫𝐯𝐞𝐝.
𝐃𝐞𝐬𝐢𝐠𝐧 & 𝐃𝐞𝐯𝐞𝐥𝐨𝐩𝐞𝐝 𝐛𝐲: 𝐏𝐨𝐢𝐧𝐭 𝐌𝐞𝐝𝐢𝐚 𝐋𝐢𝐦𝐢𝐭𝐞𝐝