মোঃ মামুন খান
ফেনী, চট্টগ্রাম,কুমিল্লা, খুলনা সহ বন্যা কবলিত ভিন্ন উপজেলায় ডু সামথিং ফাউন্ডেশনের
শত শত বন্যা কবলিত মানুষের মাঝে সম্প্রতি ত্রাণ বিতরণ করেছে ডু সামথিং ফাউন্ডেশন। ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল, চিড়া, মুড়ি, গুড়, বিস্কুট, স্যালাইন সহ ভিন্ন সামগ্রী ও রান্না করা খাবার।
বিভিন্ন চিকিৎসকের আর্থিক সহযোগিতায় এসব ত্রাণ বিতরণ করা হয়েছে বলে জানিয়েছেন ডু সামথিং ফাউন্ডেশনের সভাপতি ডা. নাজমুল ইসলাম।
তিনি জানান, আমাদের লক্ষ্য ছিল দুর্গম এলাকাগুলো নিয়ে কাজ করার। যেখানে কেউ ত্রাণ পৌঁছাতে পারেনি। মানবিক দৃষ্টিকোণ থেকে কাজগুলো আমরা নিঃস্বার্থভাবে করে যাচ্ছি।