জেলা প্রতিনিধি
গত ৪/১০/২০২৪ রোজ শুক্রবার ময়মনসিংহ ধোবাউরা উপজেলা ৬নং ইউনিয়নের ঘুসগাও ১নং ওয়ার্ডে অবস্থিত রায়পুর নেতাই নদী বেড়িবাঁধ ভেঙ্গে আনুমানিক দুপুর ২ টার সময় বড় বাধ ভেঙে গিয়ে মতিউর রহমান এর বাড়ি ভেঙ্গে যায়।
তার বাড়ির সামনে কমপক্ষে ৬ থেকে ৭ ফুট যায়গায় মাটি সমস্ত কিছু নদীর পানিতে চলে যায়।
এই সময়ে সে রাস্তায় দিন যাপন করছে। তার পরিবারে কেউ নেই যে এই পরিস্থিতিতে কোন ভা তাকে বে সাহায্য করবে। তিনি একজন বৃদ্ধ তার বয়স আনুমানিক ৬৫ বছর। তিনি স্ত্রী সহ এখন অনেক খারাপ সময় পার করতেছি ।
এমতাবস্থায় সে কোন প্রকার সাহায্য সহোযোগিতা পায়নি ।খাওয়া থাকা সহ রাতে ঘুমনের যায়গা পর্যন্ত নাই। এই অবস্থায় তিনি দিশেহারা হয়ে পরেছে। আমরা যদি তার পাশে সাহায্যের হাত বাড়িয়ে দেই তাহলে হয়তো পরিবার নিয়ে থাকতে পারবে।
অন্যথায় তার কোন উপায় থাকবে না। নাম :মতিউর রহমান বিকাশ পারসোনাল:- 01776361291