ববি প্রতিনিধি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে মিল রেখে স্বাধীনতা উদযাপন উপলক্ষে বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) গণবিবাহের আয়োজন করছেন বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু হল ও শেরে বাংলা হলের শিক্ষার্থীরা। বিয়ের সকল খরচ হলের শিক্ষার্থীই বহন করবে বলে জানা গেছে। আগামী ২০ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য এই বিয়ের অনুষ্ঠানের জন্য বিশ্ববিদ্যালয়ের সামাজিক যোগাযোগ মাধ্যমভিত্তিক বিভিন্ন গ্রুপে পাত্র ও পাত্রী খুঁজে বেরাচ্ছেন শিক্ষার্থীরা।
গণবিবাহ অনুষ্ঠান আয়োজন সম্পর্কে ববির বঙ্গবন্ধু হলের আবাসিক শিক্ষার্থী হাসিবুর রহমান হাসিব নামে এক শিক্ষার্থী বলেন, দ্বিতীয় স্বাধীনতা অর্জনের উপলক্ষে, যে সকল যুগল ইচ্ছে থাকার শর্তেও বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারছে না, তাদের জন্য বঙ্গবন্ধু হল, বরিশাল বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে গণ বিবাহের আয়োজন করা হয়েছে। উক্ত বিবাহের প্রাথমিক ব্যায় বঙ্গবন্ধু হল পরিবার থেকে বহন করা হবে। বিবাহের শর্ত বর কে বঙ্গবন্ধু হলের সাবেক বা বর্তমান শিক্ষার্থী হতে হবে। যদি কোনো শিক্ষার্থী বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চাই তাহলে আমরা আগামী ২০-০৯-২৪ তারিখ, রোজ শুক্রবার উক্ত প্রোগ্রাম আয়োজন করা হবে। যারা বিবাহ বন্ধনে আবদ্ধ হতে ইচ্ছুক তাদের কে যোগাযোগ করার অনুরোধ জানাই।
গণবিবাহ অনুষ্ঠান আয়োজন সম্পর্কে শেরে বাংলা হলের আবাসিক শিক্ষার্থী আশিকুর রহমান মুন্না বলেন,সার্বিকভাবে ববির এই উদ্যোগকে আমি স্বাগত জানাই। আমার মনে হয়, এটা ছাত্র সমাজের জন্য একটা ইতিবাচক উদ্যোগ। তবে, এই উদ্যোগের সফলতা নির্ভর করবে কতটা সুষ্ঠুভাবে এটা পরিচালিত হয় তার উপর।আমি আশা করি, এই গণবিবাহ সফল হবে এবং ক্যাম্পাস জীবনের ইতিহাসে একটা সুন্দর অধ্যায় যোগ করবে।
অন্য দিকে জান্নাতুল বুশরা ইতি নামে এক শিক্ষার্থী বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের এক ফেসবুক গ্রুপে লিখেন, আজ হলবাসী নই বলে আফসোস হচ্ছে।
ফারিয়া সুলতানা লিজা নামে এক শিক্ষার্থী বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের এক ফেসবুক গ্রুপে লিখেন, ব্যক্তিগত কেউ না থাকায় সুযোগ লুফে নিতে পারলাম না।