অনন্যা সাহা
ববি প্রতিনিধি
আজ ২১ আগস্ট(বুধবার) বরিশাল বিশ্ববিদ্যালয়(ববি)’তে ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের সহকারী অধ্যাপক মোঃ সাইফুল ইসলাম এর বিরুদ্ধে মিথ্যা ও উদ্দেশ্যে প্রনোদিত অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন করে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।
গতকাল ২০ আগস্ট (মঙ্গলবার) বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের তৈরি অনলাইন ভিত্তিক যোগাযোগ প্লাটফর্ম “লিংকার্স ইন বরিশাল বিশ্ববিদ্যালয়” ফেসবুক গ্রুপে একটি এনোনিমাস পোস্ট এ উক্ত শিক্ষকের বিরুদ্ধে নম্বর টেম্পারিং ও লবিং এর মিথ্যা অভিযোগ করা হয়। ফিন্যান্স বিভাগের সকল শিক্ষককে মেরুদণ্ডহীন বলে কুরুচিপূর্ণ মন্তব্য করা হয়েছে।
উক্ত পোস্টের পর সাধারণ শিক্ষার্থীরা কমেন্ট অপশনে এবং ফেসবুকে পোস্ট দিয়ে অপপ্রচারের প্রতিবাদ জানাতে থাকে। সাধারণ শিক্ষার্থীরা “লিংকার্স ইন বরিশাল বিশ্ববিদ্যালয় গ্রুপটি” গণহারে বয়কট করতে থাকে।
আজ বিশ্ববিদ্যালয় গ্রান্ট ফ্লোরে সাধারণ শিক্ষার্থীদের উপস্থিতিতে মানববন্ধন কর্মসূচিতে করা হয়।
এনোনিমাস পোস্ট ধারীর পরিচয় জানতে চেয়ে শিক্ষার্থীরা
প্রশাসনের দৃষ্টি আকর্ষন করে বলেন, যে বা যারা এই প্রপাগান্ডার সাথে জড়িত সকলকে আগামী ২৪ ঘন্টার মধ্যে চিহ্নিত পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক।
ফিন্যান্স বিভাগের এমবিএ (২০২১-২২) সেশনের শিক্ষার্থী মোঃ শিহাব শারার ধ্রুব বলেন, স্যারকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যক্তিগত আক্রোশ থেকে সম্পূর্ণ মনগড়া মিথ্যা ভিওিহীন তথ্য অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। লিংকার্সে নাম গোপন করে উদ্দেশ্য প্রণোদিতভাবে আর যেনো কোনো পোস্টে শিক্ষককে লাঞ্ছিত করা না হয় এর জন্য এডমিন, মডারেটরদের সচেতন থাকার আহবান জানাচ্ছি এবং একই সাথে আমাদের স্যারকে নিয়ে যারা এই কুৎসা রটাইছে তাদের পরিচয় প্রকাশ করে প্রশাসনের পাশে দাঁড়ানোর আহবান জানাচ্ছি।
লিংকার্সের এডমিন,মডারেটর যদি নিরপরাধ ব্যক্তির পাশে না দাঁড়ান তাহলে আপনারাও একই দোষে দুষ্ট বলে বিবেচিত করা হবে এবং আইনের আওতায় আনা হবে।
একই শিক্ষাবর্ষের মোঃ মেহেদি হাসান বলেন “গনঠমূলক সমালোচনা করা গণতান্ত্রিক অধিকার, কিন্তু সে সমালোচনার ভাষা নিশ্চই শালীন ও সত্যসিদ্ধ প্রমাননির্ভর হওয়া উচিত”। বিশ্ববিদ্যালয়ের অস্থিতিশীল পরিবেশের সুযোগ কাজে লাগিয়ে যারা ব্যক্তিগত স্বার্থ ও অপছন্দের বহি:প্রকাশ করেছে সেসব মিথ্যাবাদী ষড়যন্ত্রকারীদের নিন্দাভরে আমরা সাধারণ শিক্ষার্থীরা বর্জন করছি।
এছাড়াও বিভিন্ন সেশনের শিক্ষার্থীরা তাদের বক্তব্য এমন নেক্কার জনক ঘটনার সাথে জড়িতদের দ্রুত চিহ্নিত করে বিচারের দাবী জানায়।