পটুয়াখালী জেলা প্রতিনিধি
উপজেলা পরিষদ ভবন, পৌরভবন, মুক্তিযোদ্ধা কমপ্লেক্স, মেয়রের বাসভবনসহ কয়েক আওয়ামী লীগ নেতার বাড়িতে আগুন, ব্যবসা প্রতিষ্ঠান ভাংচুর ও লুটপাট।
আওয়ামী লীগ সরকারের পতনের পর পটুয়াখালীর বাউফলে সহিংসতায় মনিরুজ্জামান শাহিন(৪৫) নামের এক যুবলীগ কর্মী মারা গেছেন। সোমবার সন্ধ্যার দিকে মদনপুরা ইউনিয়নের চৌমুহনী এলাকায় তিনি হামলার শিকার হন। হামলাকারীরা এসময় তাকে পিটিয়ে ও কুপিয়ে জখম করে। স্বজনরা তাকে আশংকজনক অবস্থায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর তিনি মারা যান। এদিকে বিক্ষুব্দ জনতা উপজেলা পরিষদ, মুক্তিযোদ্ধা কমপ্লেক্স, উপজেলা আওয়ামী লীগের কার্যালয় জনতা ভবন, পৌরসভা কর্যালয়, পৌর মেয়র জিয়াউল হক জুয়েলের মুসলিমপাড়াস্থ বাসভবন, পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক,প্রেসক্লাবের সভাপতি,দৈনিক যুগান্তরের স্টাফ রিপোর্টার মোঃ আরিফুজ্জামান খান রিয়াদ এর গার্লসস্কুল রোডস্হ বাসভবন , পৌর আওয়ামী লীগের সভাপতি ইব্রাহিম ফারুকের বাংলাবাজারস্থ বাসভবন,প্রেসক্লাব বাউফল কার্যালয়, কালাইয়া ল্যাংড়া মুন্সির পুল এলাকায় ছাত্রলীগ নেতা সাদ্দাম হোসেনের বাসায়, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সফিকুল ইসলামের হাসপাতাল রোডস্থ বাসভবন ও তার এক ভাড়াটের ব্যবসা প্রতিষ্ঠান, এমপি আসম ফিরোজের সাবেক এপিএস রফিকুল ইসলামের কনকদিয়া বাজার সংলগ্ন বাসভবন, একই ইউনিয়নের চেয়ারম্যান শাহিন হাওলাদারের বাসভবন, নাজিরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসএম মহাসীনের বাসভবনে অগ্নি সংযোগ ও ভাংচুর করা হয়েছে। এছাড়াও বিক্ষুব্দ লোকজন বগা লঞ্চ ঘাট এলাকায় জুয়েল মীরের দুইটি ব্যবসা প্রতিষ্ঠান, কেশবপুর ইউনিয়নের মমিনপুর বাজারের ফয়সাল গাজীর একটি মুদিমনোহরী ও একটি গুদাম, আদাবাড়িয়া ইউনিয়নের কাশিপুর বাজারে কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান, দাশপাড়া ল্যাড়া মুন্সীর পুল এলাকায় ৭-৮ টি ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও লুটপাট করে। কালিশুরী এলাকায় উত্তম নামের এক আওয়ামী লীগ নেতার চোখ উপড়ে ফেলেছে উত্তেজিত জনতা। এছাড়াও বিক্ষুব্দ জনতা উপজেলা পরিষদ চত্বর, মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে ও ইঞ্জিনিয়ার ফারুক তালুকদার মহিলা কলেজ ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানে কয়েকটি ম্যুরাল ভাংচুর করে। উত্তেজিত জনতা সোমবার দুপুড় আড়াইটা থেকে রাত ৮টা পর্যন্ত বাউফল থানা ঘেরাও করে রাখে। মঙ্গলবারও উপজেলার বিভিন্ন স্থানে লাঠিসোটা ও দা নিয়ে মহড়া দেয় বিশৃংখলাকারীরা। এতে আতংক ছড়িয়ে পড়ে সর্বত্র। ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায়।
০৫|০৮|২০২৪